মেনকার মন

নবকুমার দাস ১৫ অক্টোবর ২০২১, শুক্রবার, ১১:৫০:৫০পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

মেনকার মন

 

   নবকুমার দাস

 

মেয়ে চলে যাবে জানা ছিল হলে নিশিভোর , 

ভোরে এল নিঠুর ভাস্কর আলগা বাহুডোর। 

জগৎ পারাবার জুড়ে আলোময় আবাহন

আমার কুটিরে আঁধার,তার দোলায় গমন । 

 

অনন্ত প্রতীক্ষায় আছি পুরাণ ও উত্তরাধুনিক,

অবিরাম অভিলাষ মায়ে-পোয়ে পারস্পরিক।

পর্বত হৃদয়ে পিতা নিরুচ্চার যেন অসীম ধ্যানী

বেখেয়ালি মহেশ্বর ভোলেনাথ  তন্ত্র মন্ত্র জ্ঞানী ।

 

মায়েদের মনে চিরদিন নবমীর নিশি ঘনঘোর,

নিরন্তর জেগেথাকা সংবেদন নিশি হবে ভোর। 

কাছে থাক মেয়ে হিয়ার আসনে চিরশ্রী অটল

মনসিজে পদ্মাসনে চোখের আলোয় অচপল। 

 

মায়ের হৃদয়ে কাঁপন তবু ব্রহ্মবাদী নিরাকার,

আজন্ম লালনপালন,ছিন্ননাভী চির হাহাকার ।। 

 

🌷🌿শুভ বিজয়া 🙏

৬৬৬জন ৫৬২জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ