
সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন জাল বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে।
মেঘের পর মেঘ জমেছে
আঁধার করে আসে
আমায় কেনো বসিয়ে রাখো
একা দ্বারের পাশে।
গল্প করার এইতো দিন
মেঘ কালো হোক মন রঙিন
সময় দিয়ে হৃদয়টাকে
বাঁধবো না তো আর।
আসেনি মেঘেরা আমাকে ভেজাতে
আসেনি আমাকে নিতে
যদি সারাদিন ধরে মেঘ
চেয়ে চেয়ে ফিরেই চলে যায়।
মেঘ থমথম করে
কেউ নেই।
জল থই থই করে
কিছু নেই।
পরদেশি মেঘ যাও রে ফিরে
বলিও আমার পরদেশী রে
সে দেশে যবে বাদল ঝরে
কাঁদে না কি প্রাণ একলা ঘরে?
কখনো ওদের বৃষ্টি দেখেছো?
ঐ ওখানে, বড় মেঘ দুটোর পিছনে
হয়তো ঘাস ফড়িঙের মতো আমিও ছিলাম।
★★ ছবিগুলো কখনো মোবাইল বা কখনো ক্যামেরায় তোলা।
১৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ কবিতায় কবিতায় ছবিব্লগ দারুন লাগলো আপু। ছবিগুলো অসাধারণ তুলেছেন। কবিতা সাথে ছবি আমাদের জন্য বোনাস । অফুরন্ত শুভকামনা রইলো
আরজু মুক্তা
সব ভালো লাগাগুলো আপনাদের জন্য।
শুভ কামনা সবসময়
জিসান শা ইকরাম
ছবি গুলোর ক্যাপশন হিসেবে দেয়া গানগুলো এক সময়ের জনপ্রিয় গান। বর্তমানেও এর অবদান আছে।
মেঘের ছবিগুলো খুবই সুন্দর।
বেশি সুন্দর শেষের ছবিটা।
শুভ কামনা।
আরজু মুক্তা
ধন্যবাদ। সব সুন্দর ও ভালো লাগাগুলো সোনেলার জন্য।
শুভ কামনা সবসময়
রোকসানা খন্দকার রুকু
ওয়াও জাষ্ট অসাধারণ ছবি। কথাগুলোর সাথে ম্যাচিং দারুন। এমন ছবি আরও চাই।
শুভ কামনা ও ভালোবাসা রইলো।
আরজু মুক্তা
কথাগুলোর সাথে ছবি ম্যাচিং করতে এক মাসেই লাগলো। ভালো লাগা গুলো সব আপনাদের জন্য।
শুভ কামনা সবসময়
ফয়জুল মহী
মাধুর্য আর অনাবিল সুন্দর I
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই।
শুভ কামনা সবসময়
ছাইরাছ হেলাল
আপনি ছবি তোলেন!! জেনে ভাল লাগল।
মন দিয়েই তুলুন, দেখি চোখ-তুলে।
গান গুলো সুন্দর ও এক সময়ের জনপ্রিয়।
আরজু মুক্তা
সময় কাটানোর আর এক তরিকা প্রকৃতি কে ক্যামেরায় বন্দি।
চেষ্টা করি ছবি তোলার।
শুভ কামনা ভাই
হালিমা আক্তার
চমৎকার সব ছবির সাথে অসাধারণ ক্যাপশন। আপনার ছবি তোলার হাত খুব ভালো। শুভ কামনা অবিরাম। ভালো থাকুন।
আরজু মুক্তা
চেষ্টা করি ছবি তোলার। ভালো লাগা থেকেই কাজটা করি।
ভালো থাকবেন সবসময়
নার্গিস রশিদ
ছবি গুলো যেমন সুন্দর তেমন সুন্দর ছবির সঙ্গে মিল রেখে প্রিয় গানের কথা গুলো।
আরজু মুক্তা
জি আপা, অনেক ধন্যবাদ