
এক বিকালে-
স্বৈরাচারী দাপটে সোনালী দিনের ক্ষমতা কেড়ে নেয়
বাধ্যতামূলক উড়ে এসে
জোড়ে বসার মত নিজের কায়দায় এঁকে দেয়
আকাশের ধোঁয়াশা বুকে টুকরো টুকরো চাপাকন্ঠ।
মেঘ, তুমি কি ভাবো?
তোমার দাপটে জমিনের বুকে
ভ্রুণগুলোর দ্রুত রঙ বদলায়
পাড়ার অখ্যাত কবি গুমকন্ঠে
ভ্রূণের জীবনচিত্র আঁকে কবিতায়।
যেমন …
হাঁটুপানির লকলকে জোঁক শুষে নিচ্ছে
কেমিক্যাল
কেরোসিন
আর নাইট্রোজেনের সুবাসিত দেহ থেকে
কৃষক শ্রমিকের ফরমালিনহীন বিশুদ্ধ রক্ত,
পুরোনো ঝোঁপঝাড়ের পরিপুষ্ট বাঁশ
দুই ফেরেশতার আসনে এঁকে যাচ্ছে
এক’পা দু’পা করে কালো কালো রক্তের জলছাপ।
মেঘ, তুমি কি অনুভব করো?
তোমার দাপট শুধু আকাশের বুকে না,দো’চালা ঘরেও;
তৃষ্ণার্ত কৃষাণী সুখের মোহ নিয়ে
নকশীকাঁথায় আঁকে রোদের অবসাদ
যেন কতদিন বৈধ বৃষ্টিপাত হয় না বনলতা সেনের হৃদয়ে ।
মেঘ, তুমি খুব শক্তিশালী শাসক!
কি আমূল পরিবর্তন ঘটাও ,কি সূক্ষ্ম ভাবনা ভাবাও কবিকে।
ভাবাও ক্ষমতার বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইডে আক্রান্ত জনতাকে?
ভাবাও যে প্রেমিক হায়েনার মত প্রেমিকার মাংস খায়?
ভাবাও যে প্রেমিকা পরকিয়ায় প্রেমিককে নরবলি দেয়?
ভাবাও ..যেন ওরা এসব ভাবতে ভাবতে-
আত্মহুতিতে, আত্মশুদ্ধিতে, শান্তিপুরীতে ঢুকে পড়ে।
মেঘ, তুমি কি আরো দেখো?
রাস্তার দ্বারে দ্বারে, রঙ্গীন প্ল্যাস্টুন প্ল্যাকার্ডে
কিছু হাসো হাসো ভোটক্রেতার
মানবতা আর সমাজসেবার সংবিধান
যাদের সমাজসেবা কিনা
হ্যালির ধূমকেতুর মতো আর্বিভাব ঘটে।
মেঘ, তোমার শাসনে …
আজ অখ্যাত আকাশটা সেসব চিত্র কবিতায় আঁকে
ঘুমের ঘরে দুঃস্বপ্ন দেখেছে ভেবে হেসে উঠে-
নাকি তোমার একবুক বিষন্নতা আঁকড়ে ধরে জেগে উঠে?
নেত্রকোনা, ময়মনসিংহ।
১৫টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
শাসন পরে করেন আমি ঘুরে আসি।
সাবিনা ইয়াসমিন
মেঘকাব্য দারুন হয়েছে। এখানে কি মেঘের উপর অভিমান এসেছে না মেঘ-দাপটের স্তুতি করা হলো? কবির কবিতায় মেঘের আলাপন অনেক দেখেছি, কিন্তু মেঘের শাষন আজ দেখালে। 😊
ভালো থেকো যাদুকরী শব্দ-গাথা নিয়ে। শুভ কামনা অবিরত। 🌹🌹
নাজমুল হুদা
মেঘ এখানে রূপক । সেটা মানবীও হতে পারে ,মেঘও হতে পারে , কিংবা দেশের শাসকও হতে পারে । আর এসবের প্রভাবে আমরা অনেক কিছু কল্পনা করতে পারি । আর আপু কবিতা কল্পনার ফসল ।
ধন্যবাদ আপু অনেক অনেক 💕
সঞ্জয় মালাকার
মেঘকাব্য দারুণ লিখেছেন বেশ ভালো লাগলো।
নাজমুল হুদা
পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ।
শাহরিন
মেঘের অনেক গল্প আছে, এক এক জনের কাছে এক এক রকম, যার চাল চুলো নেই তার কাছে এক আর যে রিমঝিম শব্দ ভালোবাসে তার কাছে আরেক। আপনি সবার টাই তুলে ধরেছেন। ভালো লেগেছে।
নাজমুল হুদা
ধন্যবাদ জানাই অফুরন্ত।
মেঘ কল্পনায় অনেক রকম হতে পারে , তা কল্পনা উপর নির্ভর করে।
মোঃ মজিবর রহমান
মেঘকে রুপক ধরে দেশের বাস্তবতা সুবিন্যাস্তভাবে তুলেএনেছেন। আজ দেশ সেবকের বড়ই অভাব। এই কাল্পিটে মেঘ উড়ে যাক দূর কন দেশে।
শুভেচ্ছা অবিরত।
তৌহিদ
আজ মাথা গরম হয়ে আছে, তাই পরে মন্তব্য করবো নাজমুল। কবিতা মাথায় ঢুকছেনা।
জিসান শা ইকরাম
মেঘকে নিয়ে কল্পনায় কবিতা লেখা,
ভালোই লেগেছে।
শুভ কামনা।
বন্যা লিপি
কংক্রিটের মতো মনে হলো। ডুবতে ডুবতে খাবি খাওয়ার মতো অবস্থা বেহাল।হাজারো মেঘের রুপ দেখে হঠাৎ ভুলেই গেলাম মাঝরাত্তিরে মেঘের গর্জনে ঘুম ভেঙে যাওয়ার মুহুর্ত!! বেশ ভালো লাগলো লেখাখানি।
মনির হোসেন মমি
মেঘের শাসন।কবিরা কত ভাবে যে কল্পনা করে কবিতা সাজায় বলা মুসকিল।আবৃত্তি করে পড়লাম দারুণ শব্দ গাথুনি।
প্রদীপ চক্রবর্তী
অনবদ্য লেখনী।
আরজু মুক্তা
আয় মেঘ আয় রে!!!এখন যে গরম, আমিও ডাকছি
।।
শাহরিন
অনেক সুন্দর কবিতা। ভাইয়া আরেকটি সুন্দর কবিতা লিখেন যা এই গরমের মধ্যে আমাদের একটু শীতল অনূভুতি দিয়ে যাবে 🙂