কোন পুরুষ রূপে বাঁচতে চাও;
যদি মহাপুরুষ হলে ফুলের মালা গলা
দুলবে আর যদি ধর্ষণ পুরুষ হও
তাহলে তোমার গলা ঝুলুক ফাঁসির দড়ি
কিংবা জনসম্মুখে মৃত্যুদণ্ডের দৃশ্য!
বল কোনটা চাও তুমি মহাপুরুষ না
ধর্ষণপুরুষ- নিশ্চয় চাইবে একালের
মহাপুরুষ! ধর্ষণকারী পুরুষ নয়;
তুমি বিবেক কে জাগ্রত কর, যাকে
নিয়ে ধর্ষণ করবে ভাবছো সেতো
তোমার বোন ভাগ্নী কিংবা ভাতিজি-
যৌবন লালসায় পুজারী হও না- একটু
মৃত্যুকে ভাবো- অতঃপর আমরা শুধু
ধর্ষণকারী পুরুষের মৃত্যুদণ্ড চাই- চাই।
২২ আশ্বিন ১৪২৬, ০৭ অক্টবর ২০
————————————–
১৩টি মন্তব্য
সুরাইয়া পারভীন
ধর্ষক ধর্ষণ করে দিব্যি পার পেয়ে যাচ্ছে তো।
কয়জনের ধর্ষকের ফাঁসি হয়েছে যে এই জঘন্য অপরাধ থেকে দূরে সরে থাকবে জানোয়ার গুলো?
রোকসানা খন্দকার রুকু
চিল্লাচিল্লি করে কোন লাভ নেই ভাই।
এদেশে কিছু হয় না।
সুপর্ণা ফাল্গুনী
জনসম্মুখে বিচার চাই। মহাপুরুষ হবার দরকার নেই সভ্য, সুস্থ পুরুষ চাই। সুন্দর লেখনীর জন্য ধন্যবাদ আপনাকে। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
ফয়জুল মহী
সব অন্যায়ের দ্রুত এবং কার্যকর বিচার চাই
শামীম চৌধুরী
কবির সঙ্গে একমত।
উর্বশী
সব অন্যায় ও অপরাধের দ্রুত বিচার হওয়া জরুরী। প্রথম থেকেই যদি বিচার বিভাগে এই আইন প্রণয়ন হতো,তাহলে আজ এত মহামারীর আকার ধারন করতো না। সময়পোযোগী সুন্দর লেখা। ভাল থাকুন,শুভ কামনা সব সময়।
আলমগীর সরকার লিটন
অবশ্যই উর্বশী আপু অশেষ ধন্যবাদ জানাই
সুপায়ন বড়ুয়া
আমরা শুধু ধর্ষকের মৃত্যুদণ্ড চাই।
যাক তবে পূরন হবে
তাই শুধু ভাবতে চাই।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
অশেষ ধন্যবাদ জানাই প্রিয় কবি সুপায়ন দা
আরজু মুক্তা
হোক প্রতিবাদ
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মুক্তা আপু
অশেষ ধন্যবাদ জানাই
তৌহিদ
ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর চাই।
ধন্যবাদ আপনাকে।
আলমগীর সরকার লিটন
অবশ্যই মৃত্যুদণ্ড চাই অশেষ ধন্যবাদ জানাই