
মুজিবের মুখ মানে বাঙালির মুখ
মুজিবের মুখ মানে বাঙালির সুখ,
মুজিবের মুখ মানে নদী অাঁকাবাঁকা
মুজিবের মুখ মানে প্রজাপতির পাখা।
মুজিবের মুখ মানে নৌকার পাল
মুজিবের মুখ মানে কৃষকের হাল,
মুজিবের মুখ মানে জেলে অার তাঁতী
মুজিবের মুখ মানে বাঙালির হাসি।
মুজিবের মুখ মানে হালের লাঙ্গল
মুজিবের মুখ মানে পাহাড়ের ঢল,
মুজিবের মুখ মানে ধান অার পাট
মুজিবের মুখ মানে ফসলের মাঠ।
মুজিবের মুখ মানে নেতার ভাষণ
মুজিবের মুখ মানে পিতার শাসন,
মুজিবের মুখ মানে অাদর সোহাগ
মুজিবের মুখ মানে সমান ভাগ।
মুজিবের মুখ মানে চাষি অধিবাসী
পাহাড়ে ও সমতলে মানুষের হাসি,
মুজিবের মুখ জুড়ে স্বাধীনতা অাঁকা
মুজিবের মুখে সব লাল সবুজ পতাকা।
মুজিবের মুখ মানে বাংলার বাঙালি
বাংলা বাগান অার মুজিব যে মালী।
পরিচিতি
নামঃ কাজী সিরাজাম মুনীরা ( ইজমা)
পঞ্চম শ্রেণী,অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
২৪টি মন্তব্য
দালান জাহান
সুন্দর লিখেছেন কবি। মুজিবীয় শুভেচ্ছা
শায়লা ইলিয়াস
ধন্যবাদ
হালিম নজরুল
ভাল লিখেছেন। তবে কবিতার ছবিটায় তো অন্যের মুখ দেখছি!
শায়লা ইলিয়াস
অামার মেয়ে
জিসান শা ইকরাম
সোনেলা ব্লগে স্বাগতম আপনাকে।
মন্তব্য আর পোস্টে জানলাম যে কবিতাটি আপনার মেয়ে লিখেছে। এই বয়সে এত সুন্দর লেখা অবাক করার মতই।
আপনার মেয়ের জন্য অনেক অনেক দোয়া।
নিয়মিত লেখুন। অন্যদের লেখাও পড়ুন।
শুভ কামনা।
শায়লা ইলিয়াস
দোয়া করবেন ভাইয়া
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
খুব সুন্দর লেখা আমাদের মহান নেতাকে নিয়ে । শুভেচ্ছা ।
শায়লা ইলিয়াস
ধন্যবাদ ভাই
সুপর্ণা ফাল্গুনী
স্বাগতম আপনাকে সোনেলার আঙ্গিনায়। খুব সুন্দর কবিতা আমাদের জাতির পিতাকে নিয়ে। মামনির জন্য মঙ্গল কামনা করছি। সে যেন যোগ্য, গুনী মানুষ হয়ে উঠতে পারে। ভালো থাকবেন সুস্থ থাকবেন
শায়লা ইলিয়াস
ধন্যবাদ বোন
প্রদীপ চক্রবর্তী
এত অল্প বয়সে ইজমা ভালো কবিতা লিখেছে।
ভালো লাগলো।
শুভেচ্ছা অনেক।
শায়লা ইলিয়াস
দোয়া করবেন
ফয়জুল মহী
একরাশ ভালো লাগার ভালোবাসা ।
শায়লা ইলিয়াস
দোয়া করবেন
তৌহিদ
সোনেলায় স্বাগতম। ব্লগে সাধারণত নিজের লেখা দেন সবাই কিন্তু আপনি সন্তানের লেখা কবিতা দিয়ে সোনেলাকে কৃতজ্ঞ করলেন। অসাধারণ এমন লেখার জন্য তাকে অবশ্যই ধন্যবাদ জানাবেন আপু।
আপনার জন্যেও শুভকামনা রইলো।
শায়লা ইলিয়াস
দোয়া করবেন
আরজু মুক্তা
মেয়ের জন্য দোয়া থাকলো
শায়লা ইলিয়াস
ধন্যবাদ apu
মোহাম্মদ দিদার
আহা! মুজিবময় হোক সব।
শায়লা ইলিয়াস
ধন্যবাদ
শায়লা ইলিয়াস
ধন্যবাদ
এস.জেড বাবু
লেখিকা্র জন্য দোয়া রইলো-
মুগ্ধ হলাম।
লেখার সীমানা আরও প্রসস্থ হউক দিনে দিনে।
শায়লা ইলিয়াস
ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
বাহ! ছোট্ট কবির জাতির জনককে নিয়ে লেখা কবিতায় একরাশ মুগ্ধতা। খুব সুন্দর লিখেছে। শুভেচ্ছা রইলো মেয়ের জন্যে।
সোনেলা ব্লগ পরিবারে আপনাকে স্বাগতম।
নিয়মিত লিখুন, আমাদের সাথেই থাকুন।
শুভ কামনা 🌹🌹