মুখোমুখি প্রেম

আলমগীর সরকার লিটন ১৯ জানুয়ারি ২০২২, বুধবার, ০২:১১:৩৪অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

আকাশ মুখি প্রেম আমার
সে তো চাঁদ ছোঁয়া আঁধার নয় কি!
তবু কতটুকু কাছাকাছি-
এই স্পর্শ ছুঁয়া আমার;
অথচ কেউ দেখে না- না
উড়ে যাচ্ছি চোখের সামনে
তারপরও আমাকে ছুঁইতে পারে না
ঐ তারা খুব কাছের তারা
রাত পুহালো- ফর্সা হলো!
অমোঘ ঘ্রাণ যেনো উড়লো
অতঃপর আমি শুধু আমি
আকাশ মুখোমুখি প্রেম আর প্রেম।

০৫ মাঘ ১৪২৮, ১৯ জানুয়ারি ২২

৫০৪জন ৪০৮জন

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ