
এতটু মুখ ভরে হাসতে চাই
অথচ কৃষ্ণচূড়া রাঙা পথ!
লজ্জাবতি সাম্মনটুকু বুঝল না।
তবুও হাটতে হাটতে ক্লান্তীহীন
আলোক সজ্জা চাঁদের মুখ অথচ
তারা জোনাকির পিটে বসে
হাসে বেশ- আর একটু বার
মুখ ভরে হাসে দাও প্রভু-
উজ্জ্বল থাক তোমার পৃথিবী;
দুনয়নের আলো- বৈশাখি বাতাস
একমুঠো বিশ্বাস শুধু
হেসে উঠুক সমস্ত মুখ।
২৯ চৈত্র ১৪২৬, ১২ এপ্রিল ২১
——————————–
৪টি মন্তব্য
আরজু মুক্তা
হাসি দিয়ে জয় করি সব দুঃখ।
শুভ কামনা ভাই
তৌহিদুল ইসলাম
ছবিটা কিন্তু দারুণ হয়েছে। কার ছবি ভাই?
কেমন সুন্দর কবিতা পড়ে সে ভালো থাকুক এটাই প্রার্থনা। আপনিও ভালো থাকুন সব সময়।
সুপর্ণা ফাল্গুনী
আমরা ও সবাই হাসতে চাই। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম। পহেলা বৈশাখের শুভেচ্ছা
হালিমা আক্তার
হাসি হাসব না তো কি, হাসির বায়না করেছি। ভোরের আলোর মতো সবার মুখে হাসি ছড়িয়ে পড়ুক।