বি এন পি;র আইনজীবী ডঃ খোন্দকার মাহবুব হোসেন স্পষ্ট করেই ঘোষনা দিলেন-আগামীতে বি এন পি ক্ষমতায় এসে তাদের বিচার করবে “যারা বর্তমানে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন!! ”
হায়রে বি এন পি-লম্বা গলায় বক্তৃতা করে মুক্তিযোদ্ধার দল-ঘোষক জিয়ার দল।
আবার তাদের নেতা নেত্রীরা বলে বেড়ায় তারাও নাকি যুদ্ধাপরাধীদের বিচার করবে! তো এটাই কি সেই বিচারের চিত্র হবে ?
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক-আইনিজীবী-স্বাক্ষী-বাদী এবং মুক্তিযুদ্ধে আহত-নিহত যারা তাদেরকেই বিচার করা হবে! ?
ভাগ্য ভাল বি এন পি;র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মারা গেছেন-তা না হলে খোন্দকার সাহেবের আজকের ঘোষনা শুনে নির্ঘাত তিনি আত্মহত্যা করতেন!!
৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
কয়েকজন মুক্তিযোদ্ধা দলে থাকলেই মুক্তিযোদ্ধার দল হয়না ।
মুক্তিযুদ্ধের চেতনা থাকতে হবে দলে ।
খসড়া
অবশ্যই মুক্তিযোদ্ধাদের দল। কারন বি এন পির প্রতিষ্ঠাতা জিয়া উর রহমান। একজন সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু বর্তমা কর্ণধার বেগম জিয়া কি মুক্তিযোদ্ধা ছিলেন?সেই সময়ের অসাহায়ত্ত্বে কিছু কি তিনি আচ পেয়েছিলেন। মুক্তিযোদ্ধা হলেই রাজনিতীবিদ হওয়া যায় না।
ফরহাদ ফিদা হুসেইন
টিকটিকিও ডায়নোসরের বংশধর :p
নীলকন্ঠ জয়
এমন একটা জোক না করলেও পারতেন। সাকা চৌধুরীও বলেছিলেন শেখ মুজিব বঙ্গবন্ন্ধু হলে ,তিনিও মুক্তিযোদ্ধা!!
প্রজন্ম ৭১
বিএনপি এখন রাজাকার আর কিছু চরিত্রহীন মুক্তিযোদ্ধার দল।
প্রিন্স মাহমুদ
বিএনপি এখন রাজাকার আর কিছু চরিত্রহীন মুক্তিযোদ্ধার দল। , একমত প্রজন্ম ৭১ এর সাথে ।