মুক্তিযোদ্ধার দল-বি এন পি!

ঋতুরাজ ২ অক্টোবর ২০১৩, বুধবার, ১২:১৩:০৭পূর্বাহ্ন বিবিধ ৬ মন্তব্য

বি এন পি;র আইনজীবী ডঃ খোন্দকার মাহবুব হোসেন স্পষ্ট করেই ঘোষনা দিলেন-আগামীতে বি এন পি ক্ষমতায় এসে তাদের বিচার করবে “যারা বর্তমানে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন!!

হায়রে বি এন পি-লম্বা গলায় বক্তৃতা করে মুক্তিযোদ্ধার দল-ঘোষক জিয়ার দল।
আবার তাদের নেতা নেত্রীরা বলে বেড়ায় তারাও নাকি যুদ্ধাপরাধীদের বিচার করবে! তো এটাই কি সেই বিচারের চিত্র হবে ?
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক-আইনিজীবী-স্বাক্ষী-বাদী এবং মুক্তিযুদ্ধে আহত-নিহত যারা তাদেরকেই বিচার করা হবে! ?

ভাগ্য ভাল বি এন পি;র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মারা গেছেন-তা না হলে খোন্দকার সাহেবের আজকের ঘোষনা শুনে নির্ঘাত তিনি আত্মহত্যা করতেন!!

http://bangla.bdnews24.com/politics/article679548.bdnews 

৮৩১জন ৮৩১জন

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ