মীরার হাসি

নীরা সাদীয়া ১৬ মে ২০২০, শনিবার, ০১:৫৯:২৪অপরাহ্ন রম্য ১৭ মন্তব্য

:হ্যালো, মিস মীরা বলছেন?

: জ্বী, বলুন।

: আপনি কি চাকরির জন্য ★গ্রুপে সিভি এবং ছবি পাঠিয়েছিলেন?

: হুম।

:আমরা আপনাকে সিলেক্ট করেছি। এখন আপনার আইডি কার্ড বানাতে এবং আরও কিছু কাজে ১৫৫০/- লাগবে। আমাদের বিকাশ নাম্বার দিচ্ছি, পাঠিয়ে দিন। সামনের শনিবার থেকে জয়েন করবেন।

:আমার কাছে তো অত টাকা নেই।

:কত আছে?

:কোন টাকাই নেই।

:ফাজলামো পেয়েছেন?টাকা না দিলে আপনার ছবি আমরা পর্নো সাইটে দিয়ে দিব। সাথে বিস্তারিত তথ্যও দিব।

…….——–………——-………——–……..——–…..…..—-

 

একটু চিন্তা ভাবনা করার পর মীরা হো হো করে হেসে উঠলো! হাসির শব্দ শুনতে পেয়ে ঐ পাশ থেকে কেটে দিলো। সন্ধ্যায় আবার কল করলো। ফোন ধরে মীরা আবার কতক্ষণ হাসলো।

 

:হোহোহোঃ

:পাগল নাকি? হাসছেন কেন? আমরা আপনার ছবি…

:যা মন চায় করেন। ঐটা আমার ছবি না।

:কার ছবি?

:আমি জানতাম আপনারা ফেইক। তাই আমিও দিয়েছিলাম আমার এক্স গার্লফ্রেন্ডের ছবি! আর আমি আসলে মেয়ে নই, আমি ছেলে। আমার কন্ঠটা মেয়েদের মত, তাই আমাকে কোন মেয়ে পাত্তা দেয় না। যাও একটা গার্লফ্রেন্ড ছিলো, তাও আবার ছেড়ে চলে গেছে। সেই জেদ মেটাতেই ছবিটা আপনাদেরকে দিয়েছি! আমিও চাই ওটা দিয়ে আপনাদের যা খুশি তা করুন। মাঝখান থেকে কাজটাও হয়ে গেলো, আর দোষটাও আমার ঘাড়ে পরলো না!

 

:ভন্ডামী করেন?

:কি বললেন?

:টাকা পাঠান বলছি।

:টাকা আপনি পাঠান। কারন এতক্ষণ যা যা কথা বলেছেন সব রেকর্ড করেছি। এবার এসব তথ্য প্রমাণ নিয়ে যাব থানায় জিডি করতে।

:পুলিশ আমাদের কিছুই করতে পারবে না।

:কি পারবে না পারবে তা দেখা যাবে। যদি প্রতি সপ্তাহে আমাকে ১০০/- ফ্লেক্সি দেন, তাহলে আপনার বিরুদ্ধে থানা পুলিশ করব না। আর নয়ত…

 

অতপর প্রতি সপ্তাহে মীরা ১০০ টাকা ফ্লেক্সিলোড পাচ্ছে! ঘরে বসে আয়! সুন্দর নাহ্?

১১৯১জন ৯৬২জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ