মিছে গল্পের বানী

হালিমা আক্তার ৭ মে ২০২২, শনিবার, ১২:৩৪:৪৯পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

কেউ মনে রাখেনা

কেউ মনে রাখবে না,

সময়ের প্রদাহে

বয়ে যাবে ক্ষণিক স্মৃতি,

এরপর হারিয়ে যাবে

স্মৃতির অতলে।

কুঞ্জ কানন, পাখির কলতান,

ছন্দ সুরের মালা গাঁথা।

কেউ মনে রাখেনা

কেউ মনে রাখবে না

শোনায় শুধু সান্ত্বনার বানী।

৫২০জন ৪৪২জন

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ