ভোরে কিংবা দিনান্তে নিদ্রা ভঙ্গের পীড়াপীড়ি নেই
প্লেটে সযত্নে আরেকটু তুলে দেবার জোরাজুরি নেই
জ্বরপোড়া শরীরের পাশে ক্লান্তিহীন কেউ জেগে নেই
বিদায়বেলায় কপালে সেই আলতো চুমুর পরশ নেই।
সময় পেরিয়ে অসময়ে কেন আজ সবই বুঝি
হারিয়ে তারে দু’চোখের তারায় কেবলই খুঁজি
ঝড়ের বেগে কেন জীবনের প্রতিটি প্রভাত আসে
ভাদ্র মাসের ভরা নদীর মত নয়ন দু’টি ভাসে__?
সাধ জাগে মাগো, তোমার খুব পাশে
একটুখানি বসি, একেবারে গা’য়ে গা ঘেঁষে
চুপ্টি করে জড়িয়ে ধরে মিষ্টি গন্ধ শুকি
চাঁদের আলোয় নয়ন ভরে তোমায় শুধু দেখি।
১৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
মা কে নিয়ে খুব সুন্দর উপস্থাপনা ।
” সাধ জাগে মাগো, তোমার খুব পাশে
একটুখানি বসি, একেবারে গা’য়ে গা ঘেঁষে
চুপ্টি করে জড়িয়ে ধরে মিষ্টি গন্ধ শুকি
চাঁদের আলোয় নয়ন ভরে তোমায় শুধু দেখি। ” —— আমি ভাগ্যবান , আমি এখনো মায়ের কাছেই থাকি। এখনো মা এর আচলে লুকাই ।
ভালো থাকুন প্রবাসে।
রিমি রুম্মান
মা’য়ের ভালবাসায় কেটে যাক বাকিটা জীবন…
ভোরের শিশির নীতেশ
খুব সুন্দর করে সহজভাবেই মা’কে নিয়ে… মন ছুঁয়ে গেলো 🙁
রিমি রুম্মান
মা’কে নিয়ে লেখা কিংবা আবেগ কখনো শেষ হবার নয়… ভাল থাকুন সবসময়…
খসড়া
আজ থেকে বহুদিন আগে যখন ছোট্ট শিশুটি ছিলাম
মা ঘেরা পৃথিবী আমার মাকেই চিনেছিলাম।
রিমি রুম্মান
মা ঘেরা পৃথিবী আমার মাকেই চিনেছিলাম___ নাড়া দিয়ে গেলো…
রকিব লিখন
মা, শব্দটিই মানুষকে কেমন জানি করে ফেলে।। আমার মা অসুস্থ।। কবিতাটি পড়ে মায়ের পাশে সত্যিই চুপটি মেরে বসতে ইচ্ছে করছে এবং মাকে জরিয়ে ধরতে ইচ্ছে করছে।।
অনেক ভাল লাগল।।
লেখিকাকে সাধুবাদ।। -{@ (y)
রিমি রুম্মান
যতটা সময় মায়ের পাশে থাকা যায় …
পুড়ছি আমি, না পাওয়ার বেদনায়…
শিশির কনা
চোখ ভিজে গেলো আপু । (y)
রিমি রুম্মান
মা থাকুক সবার অন্তরে…
শুন্য শুন্যালয়
মা…অনেক অনেক প্রিয় শব্দ …অসহায় হলে মা ছাড়া এই পৃথিবীতে কেউ আছে কি?
রিমি রুম্মান
অসহায় হলেও আমি নিরুপায়… মা নেই বলে… 🙁
ছাইরাছ হেলাল
হারিয়ে যাওয়া সব কিছুর মধ্যে মা’কে হারানোর ব্যথাই
বেশি বেশি কষ্টের ।
নিশিথের নিশাচর
ভালো লেগেছে কিন্তু দুঃখ ও পাচ্ছি আমি এই মা ডাক টা ডাকতে পারি নাই 🙁