
কোথাও খুঁজে পাইনি তো মা ~
তোমার আঁচলের মতো মায়া ~
ভালবাসায় যত্ন করা, বুক ভরা ~
সুখের পরম ছায়া ।।
কে কবে শোধ করেছে ~
তোমার ভালবাসার ঋণ ~
তুমি চির মহান, মমতার দান ~
জগৎময় তুলনাহীন ।।
তোমায় ছালাম, শ্রদ্ধ্যা আজন্ম মম ~
বিশ্ব বিধাত্রী তুমি, তুমিই তোমার তুললা সম ।।
১০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
মা এর ঋণ শোধ হবার নয়। অনেক দিন পর লেখা পেলাম। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা,
নিয়মিত লিখতে পারছি না,
বিভিন্ন ঝামেলা যাচ্ছে,
নিরাপদে থাকুন, সুস্থ থাকুন
শামীম চৌধুরী
মা তো মাই-ই। উনার তুলনা কারো সাথে নয়। ভাল লাগলো আপনার কবিতাটি।
কামরুল ইসলাম
ধন্যবাদ,
অনেক শুভ কামনা,
ভাল থাকুন
রিমি রুম্মান
মা তুলনাহীন। পৃথিবীর কারো সাথেই তাঁর তুলনা চলে না।
কামরুল ইসলাম
ধন্যবাদ
কামাল উদ্দিন
মায়ের মতো আপন কেহ নাই
কামরুল ইসলাম
ধন্যবাদ
হালিম নজরুল
মা সেরা
মা ভাল থাকুক।
কামরুল ইসলাম
ধন্যবাদ