
এ জগতময় তুমি ছিলে বলে
আমরা মাটির ফসল ফুলাই-
অথচ তোমার ঘ্রাণ আমরা পায় না-
ভুলে গেছি তোমার প্রসব বেদনা,
তোমার রক্ত চোষা- ১০ মাস ১০ দিন;
আমরাও মা হয়েছি কিন্তু তোমার কষ্টটুকু
অনুভব করতে আজও জানলাম না
আর কত স্বার্থপর হলে তোমাকে বুঝবো
জনমদুখিনী মা! ক্ষমার যোগ্যহীন
আমাদের মতো সন্তান তারপরও
ক্ষমা করে দাও মা- তোমার পদতলে
যে জান্নাত- তোমায় ছাড়া মুক্তি নেই মা।
২৭ বৈশাখ ১৪২৮, ১০ মে ২১
———————————-
১২টি মন্তব্য
জিসান শা ইকরাম
জগতের সকল মা এমনিই।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় জিসান দা
অনেক ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
হালিমা আক্তার
মায়ের মত আপন কেহ নাই। শ্রদ্ধা সকল মায়ের প্রতি।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় হালিমা আপু
অনেক ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
সুপর্ণা ফাল্গুনী
মায়ের মতো আপন কেহ নাই তবে বাবার তুলনা শুধুই যেন বাবা। নীরবে সন্তানের জন্য সুন্দর, নির্ঝঞ্ঝাট পথ তৈরি করার প্রয়াস চালিয়ে যান আজীবন। ঈদের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় ফাল্গুনী দিদি আপনাকেউ
অনেক ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
তৌহিদুল ইসলাম
জগতের সকল মা ভালো থাকুক এটাই প্রার্থনা।
শুভকামনা ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় তৌহিদ দা
অনেক ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
আরজু মুক্তা
মা আমাদের ক্ষমা করো।
ভালো থাকুক সব মায়েরা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় মুক্তা আপু
অনেক ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
রোকসানা খন্দকার রুকু
সকল মায়েদের জন্য ভালোবাসা রইলো। শুভ কামনা
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় রুকু আপু
অনেক ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-