
মিথ্যে কিছু ছন্দঃ দিয়ে ছোট কবিতা !
মা’গো তুমি যাচ্ছ কোথায়
কাজ গুলো রেখে,
মা’গো যাচ্ছি আমি স্কুলেতে
বাবা যাচ্ছেন হাঁটে !
মা’গো কাজ গুলো সেরে নাও
ভেলায় চলে বেলা,
আমার খেলার সাথী হবে
তোমার অবস বেলা!
মা’ রান্ন বান্না সেরে নাও
দুপুর এলো ঘরে,
সময় পেলে বাবা আসবে
কাজ গুলো রেখে!
মা’গো যাচ্ছ কোথায় একলা রেখে
হাওয়ার গাড়ী চড়ে!
সঞ্জয় মালাকার //
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
মায়েরা হঠাৎ করেই হাওয়ার গাড়িতে লাপাত্তা হয়ে যায়,
আমাদের একলা ফেলে।
সঞ্জয় মালাকার
এই হঠাৎ যাওয়াটা চির স্মরণীয় হয়ে রয়,
স্মৃতির পাতায় দেয়াল বন্দী হয়ে।
ধন্যবাদ দাদা, শুভেচ্ছা রইলো।
শাহরিন
মা আমাদের সব থেকে আপন, তাই তাকে হারানোর কথা আমরা স্বপ্নেও ভাবতে পারিনা।
সঞ্জয় মালাকার
হু একদম সত্যি বলছেন দিদি
মা-কে হারানোর কথা কখনো ভাবতে পারিনা।
ধন্যবাদ দিদি, শুভেচ্ছা রইলো।
আরজু মুক্তা
মাকে হারাতে চাইনা।।সব মায়েরা দীর্ঘজীবী হোক
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু অনেক অনেক শুভেচ্ছা রইলো।
সব মা দীর্ঘজীবি হোন এই কামনা করি।
ভালো থাকুন সব সময় শুভ কামনা।
নিতাই বাবু
সুন্দর একটা ছন্দময় কবিতা পড়লাম। কবিকে শুভেচ্ছা সহ ধন্যবাদ।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা,
অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
ভাল থাকুন সব সময় শুভ সকাল।
শামীম চৌধুরী
এই হাওয়াই গাড়ির চালককে যদি কাছে পেতাম তবে বলতাম আমার মা যেন তোমার যাত্রী না হয়।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা,
মা দীর্ঘজীবি হোন এই কামনা করি।
আপনি ও ভালো থাকুন সব সময় শুভেচ্ছা রইলো।
মনির হোসেন মমি
দারুণ হয়েছে।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা,
ভাল থাকুন সব সময় শুভ কামনা।
জিসান শা ইকরাম
আবেগ মাখা কবিতা,
ভালো হচ্ছে। অন্যদের কবিতা বেশি বেশি পড়ুন।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ ভাইয়া,
অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা,
ভাল থাকুন সব সময় শুভেচ্ছা অফুরন্ত।
সাবিনা ইয়াসমিন
মাকে হারানোর কথা কল্পনায় আনাও অসম্ভব। যেভাবেই হোক মায়ের কোথাও যাওয়া চলবেনা। তাকে আটকে রাখতে চাই শত কাজে, ভালোবাসায়। মায়ের মৃত্যুতেও তাকে বেধে রাখতে চাই তার মায়ার সংসারে…
শুভ কামনা দাদা 🌹🌹
সঞ্জয় মালাকার
হুম, ঠিক বলেছেন দিদি,
মাকে হারানোর কথা কল্পনায় আনা অসম্ভব,
ম্ দীর্ঘজীবি হোন এই কামনা করি।
ধন্যবাদ দিদি, অনেক অনেক শুভেচ্ছা রইলো
ভালো থাকুন সব সময় শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
মাকে হারিয়েছি ২০১৫ সালের ১৩ অক্টোবর। মনে হলেই কান্না আসে, চোখে আসে জল। তবে পার্থিব প্রিথীবি থেকে মাকে ১২ তারিখে ঢাকা থেকে বিদায় দিলাম। ঐদিন বিকালে মা গ্সরামে পৌছে সন্ধ্যায় মা আসরের নামাজ পড়ে অসুস্থ হয়ে পড়ে সুস্থ মাটি। ঢাকায় আনা লাগবে বিধায় দ্রত গেলাম না। কিন্তু পরদিন সন্ধ্যায় মা বিদায় নেয়।
চার বাহকের কাঁধে ভর করে।
মা কোথায় তুমি!
সঞ্জয় মালাকার
দাদা মায়ের জন্য চির স্বর্গীয় কামনা করি,
মা চিরদিন থাকেন না, কিন্তু মা-কে হারানোর কথা কল্পনায় আনা অসম্ভব ,
তবু একদিন না একদিন বিদায় দিতে হয়।
ধন্যবাদ দাদা অনেক অনেক শুভ কাম৷।
মাছুম হাবিবী
মাকে নিয়ে সৃষ্টি প্রতিটি লেখাই দারুন হয়। মা মেয়ের কথোপকথন ছড়ার মাধ্যমে প্রকাশ করেছেন। অসাধারণ
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা
শুভ কামনা রইলো।