আবৃত্তি শুনুতে থাকুন এখানে ক্লিক করে । শুনতে শুনতে পড়ুন চিঠিটি ।
কেমন আছ তুমি?
কতদিন, কত সহস্র দিন তোমাকে দেখি না মা, কত সহস্র দিন তোমার কন্ঠ শুনি না, কত সহস্র দিন কোনো স্পর্শ নেই তোমার। তুমি ছিলে, কখনও বুঝিনি ছিলে। যেন তুমি থাকবেই, যতদিন আমি থাকি ততদিন তুমি – যেন এরকমই কথা ছিল।
আমার সব ইচ্ছে মেটাতে যাদুকরের মত। কখন আমার ক্ষিদে পাচ্ছে, কখন তেষ্টা পাচ্ছে, কি পড়তে চাই, কী পরতে, কখন খেলতে চাই, ফেলতে চাই, মেলতে চাই হৃদয়,
আমি বোঝার আগেই বুঝতে তুমি।
সব দিতে হাতের কাছে, পায়ের কাছে, মুখের কাছে। থাকতে নেপথ্যে। তোমাকে চোখের আড়ালে রেখে, মনের আড়ালে রেখে যত সুখ আছে সব নিয়েছি নিজের জন্য।
….
একটি মিষ্টি হাসিও তুমি পাওনি বিনিময়ে, ছিলে নেপথ্যে, ছিলে জাঁকালো উৎসবের বাইরে নিমগাছতলে অন্ধকারে, একা। তুমি কি মানুষ ছিলে ! তুমি ছিলে সংসারের খুঁটি, দাবার ঘুঁটি, মানুষ ছিলে না।
তুমি ফুঁকনি ফোঁকা মেয়ে, ধোঁয়ার আড়ালে ছিলে, তোমার বেদনার ভার একাই বইতে তুমি, তোমার কষ্টে তুমি একাই কেঁদেছ। কেউ ছিল না তোমাকে স্পর্শ করার, আমিও না।
যাদুকরের মত সারিয়ে তুলতে অন্যের অসুখ-বিসুখ, তোমার নিজের অসুখ সারায়নি কেউ, আমি তো নইই, বরং তোমাকে, তুমি বোঝার আগেই হত্যা করেছি।
তুমি নেই, হঠাৎ আমি হাড়েমাংসেমজ্জায় টের পাচ্ছি তুমি নেই। যখন ছিলে, বুঝিনি ছিলে। যখন ছিলে, কেমন ছিলে জানতে চাইনি। তোমার না থাকার বিশাল পাথরের তলে চাপা পড়ে আছে আমার দম্ভ।
যে কষ্ট তোমাকে দিয়েছি, সে কষ্ট আমাকেও চেয়েছি দিতে, পারিনি। কি করে পারব বল! আমি তো তোমার মত অত নিঃস্বার্থ নই, আমি তো তোমার মত অত বড় মানুষ নই।
মায়ের কাছে চিঠি
(তসলিমা নাসরিন)
আবৃত্তি: শিমুল মুস্তাফা ।
১৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
শুনতেই আছি ,শুনতেই আছি ।
ব্লগার সজীব
বার বার শুনেও তৃষ্ণা মেটেনা ।
মশাই
শেয়ার করার জন্য ধন্যবাদ সজীব ভাইয়া। আবৃত্তি শুনতে পারিনি শুধু পাঠেই আনন্দ লুকিয়ে রাখলাম।
ব্লগার সজীব
আমার এত ভালো লেগেছে যে শেয়ার না দিয়ে পারলাম না ।
শুন্য শুন্যালয়
কবিতাটি পড়েছি আগে।। আজ পড়লাম, পড়লাম বলবো না, টের পেলাম।। কবিতাটি শুনলাম বলে কি? কে জানে।।
আপনাকে ধন্যবাদ সজীব, অসাধারন এই কবিতাটি শেয়ার দেয়ার জন্য।। -{@
ব্লগার সজীব
আসলে আমিও টের পেয়েছি । হ্যা শুনেছেন বলেই এমন টের পাওয়া । আপনাকেও ধন্যবাদ শুন্য ।
জিসান শা ইকরাম
প্রান ছুয়ে গেলো চিঠিতে ।
শিরোনামে তসলিমা নাসরিন এর নাম দেয়া উচিৎ , যেহেতু লেখাটি আপনার না ।
ব্লগার সজীব
দিয়েছি :p
পুষ্পবতী
ভালো লাগলো চিঠিটি
ব্লগার সজীব
এমন চিঠি ভালো না লেগে উপায় নেই আপু ।
বনলতা সেন
এক কথায় অসাধারণ চিঠি এবং আবৃত্তি ।
ব্লগার সজীব
হ্যা দিদি ।
খসড়া
সংগ্রহ এ রাখলাম। ধন্যবাদ।
ব্লগার সজীব
আপনাকেও ধন্যবাদ ।
স্বপ্ন
আবৃত্তি শুনলাম এই প্রথম । -{@
ব্লগার সজীব
ভালো লেগেছে অবশ্যই -{@