মনের ভাঁজে জোস্নাপ্রপাত চুলের ভাঁজে ফুল
বুকের ভাঁজে সুখের অসুখ প্রণয়ে আকুল।
চোখের ভাঁজে লাজুক লতা ঠোঁটের ভাঁজে চাঁদ
বাহুর ডোরে বিনাশী ঢেউ মায়াবী এক ফাঁদ।
দুই বিনুনি মনহরণী আলতা রাঙা পায়
রূপের আগুন আনলো ফাগুন মনের আঙিনায়।
বচন যেন মিষ্টি মধু যাদুর পরশ হাতে
এমন ফুলের ঘ্রাণ নিতে চায় জ্বোনাকজ্বলা রাতে।
এরূপ চাঁদে পড়লে নজর মাতাল মনের ঘর
বিভোর নদী উথলে ওঠে মাতাল সরোবর।
একুল ভাঙে ওকুল ভাঙে স্বপ্ন কাটে সিঁধ
বালুর চরে বাঁধছে যেন স্বপ্ন নানাবিধ।
————————0 0————————
১৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
কবি
স্বপ্ন-বাঁধে নানাবিধ সুখ-ফাঁদের খোঁজে,
সুখ ধরা দেবে জ্যোৎস্না-রাতে রূপ-অরূপের বেশে;
মিষ্টি-মধু ঠোঁটের ভাঁজে, জোনাক-জ্বলা রাতে।
হালিম নজরুল
মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
এস.জেড বাবু
আগা গোড়া বেশামাল এক অনণ্য লিখা।
দুই বিনুনি মনহরণী আলতা রাঙা পায়
রূপের আগুন আনলো ফাগুন মনের আঙিনায়।
বচন যেন মিষ্টি মধু যাদুর পরশ হাতে
এমন ফুলের ঘ্রাণ নিতে চায় জ্বোনাকজ্বলা রাতে।
এই অংশটা রোমান্টিকতার রসে টইটুম্বুর ।
চমৎকার ভাইজান।
হালিম নজরুল
প্রেরণা দেবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা রইল ভাই।
সুরাইয়া পারভিন
ওয়াও দুর্দান্ত প্রেম প্রণয়ের কবিতা
পরতে পরতে রোমাঞ্চিত হয় তনু মন
হালিম নজরুল
চমৎকার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
কামাল উদ্দিন
অসাধারণ কবিতা, একেবারে সাবলীল, মুগ্ধ আমি কবি।
হালিম নজরুল
প্রেরণা পেলাম।ধন্যবাদ ভাই।
নৃ মাসুদ রানা
রোমাঞ্চিত..
হালিম নজরুল
আনন্দিত হলাম।
চাটিগাঁ থেকে বাহার
পাগল পারা কবিতা।
ছন্দ আর গাঁথুনি অনবদ্য। রোমাঞ্চের সমাহার।
হালিম নজরুল
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ভাই।
তৌহিদ
কবির সকল মনোকামনা পূর্ণ হোক এটাই কাম্য। কবিতায় এমন প্রণয়ভাবে যে কেউ প্রেমে পড়তে বাধ্য। ঘটনা কি খুইল্যা বলেন দাদা ☺
হালিম নজরুল
ঘটনা তেমন কিছু না ভাই।শুধুই কবিতার প্রেম।
জিসান শা ইকরাম
মায়াবী ফাঁদে পরতেও আনন্দ আছে,
কবিতা ভালো লেগেছে ভাই,
শুভ কামনা।
হালিম নজরুল
আপনাদের ভাল লাগলেই কেবল আমার প্রেরণা বাড়ে ভাই।ধন্যবাদ।