মায়াবী ফাঁদ

হালিম নজরুল ৯ নভেম্বর ২০১৯, শনিবার, ০২:১৪:২৩অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

মনের ভাঁজে জোস্নাপ্রপাত চুলের ভাঁজে ফুল
বুকের ভাঁজে সুখের অসুখ প্রণয়ে আকুল।
চোখের ভাঁজে লাজুক লতা ঠোঁটের ভাঁজে চাঁদ
বাহুর ডোরে বিনাশী ঢেউ মায়াবী এক ফাঁদ।

দুই বিনুনি মনহরণী আলতা রাঙা পায়
রূপের আগুন আনলো ফাগুন মনের আঙিনায়।
বচন যেন মিষ্টি মধু যাদুর পরশ হাতে
এমন ফুলের ঘ্রাণ নিতে চায় জ্বোনাকজ্বলা রাতে।

এরূপ চাঁদে পড়লে নজর মাতাল মনের ঘর
বিভোর নদী উথলে ওঠে মাতাল সরোবর।
একুল ভাঙে ওকুল ভাঙে স্বপ্ন কাটে সিঁধ
বালুর চরে বাঁধছে যেন স্বপ্ন নানাবিধ।

————————0 0————————

৫৮১জন ৪৮২জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ