
ঈদ আজ এসেছে রে মাষ্টার বাড়িতে,
মেহেদির রঙ হাসে হাত মাথা দাড়িতে।
পাঞ্জাবী টুপি পরে সীন খুঁজে সুরমা,
কেড়ে খেয়ে রাজ ঘুরে বর্ণার খুরমা।
মন্টি সে মাতোয়ারা শেমায়ের সুবাসে,
সিনথীয়া বুড়ি নাচে বেণী গেঁথে দু’পাশে।
মুনেমের দাদী খুশি দেখে হাসি সাচ্চা,
ট্যারা চোখে বাপ দ্যাখে আলিফের লাচ্ছা।
ছোটনের দেখা নেই রোফ ঘুরে কাতরে,
রূপো চষে সুঘ্রাণ সোহানের আতরে।
ঋতু মণি লুচি খায় দেখে লাগে খটকা,
মিনহাজ খুঁজে ফিরে হামীমের পটকা।
পান খেয়ে মা সে দ্যাখে শিপলুর কাণ্ড,
ঘরে ঘরে শ্বাস ফ্যালে নিপনের ভাণ্ড।
আছে যারা ঝিও বউ হেঁসেলেই ন্যস্ত,
নেই শুধু মাষ্টার তবু কতো ব্যস্ত।
(’ঈদ মোবারক’
পবিত্র এই দিনটি হোক সবার জন্য কল্যানময়)
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৬টি মন্তব্য
হালিমা আক্তার
ঈদ মুবারক। শুভেচ্ছা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
’ঈদ মোবারক’
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু
ঈদ মোবারক। অনাবিল আনন্দ ও শান্তি বয়ে আনুক।।।।
বোরহানুল ইসলাম লিটন
’ঈদ মোবারক’
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন অন্তহীন।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
ফয়জুল মহী
ঈদ মোবারক। চমৎকার লিখেছেন। । সব সময় ভালো থাকুন।
বোরহানুল ইসলাম লিটন
’ঈদ মোবারক’
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল চিরন্তন।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।