
মালাই কেক রেসিপি
উপকরণ
১। তিনটা মুরগির ডিম (চাইলে হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন)
২। এক কাপ ময়দা
৩। এক চা চামুচ বেকিং পাউডার
৪। এক লিটার তরল দুধ
৫। একটা কনডেন্ডস্ মিল্ক
৬। একফোঁটা ভ্যানিলা এসেন্স
৭। আধা কাপ চিনি
প্রস্তুত প্রণালী
প্রথমে ডিম ভেঙে কুসুম আলাদা করে নিয়ে সাদা অংশ ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বিট করতে হবে যাতে ডিমের সাদা ক্রিমের মতো হয়। তারপর আধা কাপ চিনি দিয়ে আবার বিট করতে হবে চিনি সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত। এর পর ডিমের কুসুম দিয়ে কিছুক্ষণ বিট করতে হবে।
এবার আগে থেকে চেলে রাখা ময়দা ও বেকিং পাউডার অল্প অল্প করে দিয়ে চামুমের সাহায্যে মিলিয়ে নিতে হবে। সাথে ভ্যানিলা এসেন্স যোগ করতে হবে।
কেকটা আমি ভাপে করেছি। তাই রাইস কুকারে পানি দিয়ে তার উপর একটা স্টেন্ড বসিয়ে দিয়ে তার পর যে পাত্রে কেক বানাবেন সেটা বসিয়ে দিয়ে ঢেকে দিতে হবে।
এবার আর একটি পাত্রে দুধ নিয়ে ফুটানো অব্দি জাল দিতে হবে। দুধ ফুটিয়ে গেলে তাতে কনডেন্সড্ মিল্ক যোগ করে ঘোনো মালাই করে রেখে দিতে হবে।
কেক হয়ে গেলে নামিয়ে একটা টুথপিক দিয়ে কেকটা ছিদ্র করে নিতে হবে। এরপর মালাই উপরে ঢেলে দিতে হবে। তারপর রুম টেম্পারেচারে ঠান্ডা এবং সমস্ত মালাই শুষে নেওয়া অব্দি রেখে দিতে হবে।
এরপর ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করুন মালাই কেক।
জাস্ট অনবদ্য খেতে।
১৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
বাহ খুব সহজ রেসিপি তো!
সুরাইয়া পারভীন
একদম তাই
খেতে কিন্তু দারুণ
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
বানিয়ে খেতে হবে।
আপনিও ভালো থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
দেখেই লোভ সামলাতে পারলাম না। খেতে অবশ্যই সেইরাম মজা হবে। শুভ কামনা রইলো 🌹🌹
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
শামীম চৌধুরী
দারুন রেসিপি। কেক্কা ফেক্কা থেকে অনেক সুস্বাদু হবে। বাসায় বানাতে বলবো।
সুরাইয়া পারভীন
অবশ্যই বলবেন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদাভাই
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
দেখতে যখন এমন সুন্দর, খেতে ও মনে হয় দারুন হবে,
আপনার বানানো বলে কথা।
এমন নানা কিছু লিখবেন, এবং নিয়মিত, যেমন লিখছেন এখন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
আগে যদি জানতাম এত রেসিপি জানা আছে, তাহলে দাওয়াত খেতে যেতাম।
সুরাইয়া পারভীন
এখন তো জেনে গেছেন ভাইয়া
চলে আসুন জয়পুরহাটে
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
দেখতে খুব সুন্দর,
খেতে ও মনে হয় দারুন হবে,
আপনার বানানো বলে কথা।
ভাল থাকবেন। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সঞ্জয় মালাকার
দারুন রেসিপি, ভালো থাকবেন দিদি,
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ইসিয়াক
চমৎকার রেসিপি। জিভে জল চলে এলো ছবি দেখেই।
ট্রাই তো অবশ্যই করবো।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়