
মানবতা কাঁদে যখন সড়ক দুর্ঘটনায় আহত শিশু চিকিৎসা না পেয়ে মারা যায়।
মানবতা কাঁদে যখন ধনীরা অঢেল সম্পদ থাকা সত্ত্বেও হাসপাতালে জায়গা না পায়।
মানবতা কাঁদে যখন হৃদরোগী হাসপাতালের দুয়ারে দুয়ারে ঘুরে শেষ নিস্বাস ত্যাগ করে।
মানবতা কাঁদে যখন কিডনি রোগী ডায়ালোসিস করতে না পেরে যন্ত্রণায় ছটফট করে।
মানবতা কাঁদে রোগীরা যখন নিয়মিত চিকিৎসার জন্য ডাক্তার সাহেবকে চেম্বারে না পায়।
মানবতা কাঁদে মানুষ যখন শ্বাস কষ্টে অক্সিজেনের অভাবে প্রাণ হারায়।
মানবতা কাঁদে দুষ্ট চক্র যখন জীবনরক্ষাকারী ঔষধ চিকিৎসা সরঞ্জাম নিয়ে মূল্যবৃদ্ধি ভেজালের সিন্ডিকেট গড়ে তোলে।
মানবতা কাঁদে যখন চিকিৎসা সেবার নেয়ার জন্য আর্তনাদকারী ধনী গরীবের লাশ ঢিংগিয়ে অমানুষের দল টাকার পাহাড় গড়ে তোলে।
কথায় বলে সবার ওপর মানুষ সত্য তার ওপরে কিছু নাই।
হাল আমলে হয়েছে সবার ওপরে টাকা সত্য মানবতা নৈতিকতা আর অবশিষ্ট নাই।
মানবতা মনুষ্যত্ব মায়া মমতা স্নেহ শ্রদ্ধা ভালবাসা গেছে নির্বাসনে।
মানবতা আছে শুধু নাটক সিনেমা গল্প কবিতা আর মানুষের বচনে।
নিশ্বাসের নেই বিশ্বাস সবাইকে এই সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে নিতে হবে বিদায়।
মানুষ আর মানবতা হত্যাকারীদের ধন সম্পদ
কি সঙ্গে থাকবে যখন যাবে চিরনিদ্রায়।
হে মানব জাতি এখনো সময় আছে অন্তরে জাগ্রত করো মনুষ্যত্ব ও ধর্মীয় মূল্যবোধ।
অন্তরের পশুকে জবাই আর মানুষের সেবায় নিয়োজিত করে সমুজ্জ্বল করো মানবিক মূল্যবোধ।
রক্তের দামে কেনা মা-বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
এখানে থাকবে প্রেম প্রীতি ভালবাসা থাকবে না কোনো হানাহানি জুলুমবাজী হিংসা বিদ্ধেষ।
২৯টি মন্তব্য
ব্লগ সঞ্চালক
আপনাকে পোস্টে মৃতদেহের ছবি না দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধন্যবাদ ভবিষ্যতের জন্য মনে থাকবে।
ছাইরাছ হেলাল
আসলে কাফনে পকেট থাকে-না এ কথাটি আমারা জেনেও
না-জানার ভান করে থাকি।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আসলেই ভাই। আমরা দিন দিন অমানবিক, অমানুষ হয়ে যাচ্ছি। ধন্যবাদ ভাই।
সুপর্ণা ফাল্গুনী
বিষয় নির্বাচন খুব ভালো লাগলো। মানবতা কাঁদে কিনা জানিনা যদি কাঁদতো তাহলে কেন এখনো রেষারেষি, অহংকার,হিংসা বিদ্বেষ, ধর্ষণ, চুরি, খুন! এই মহামারীতে ভেবেছিলাম মানবতা ফিরে আসবে কিন্তু আসেনি সেটা আপনার লেখাতেই সুস্পষ্ট। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
মানবতার জয়গান আমাদেরকে গাইতে হবে। মহামারীতেও অমানবিক, অমানুষিক কর্মকাণ্ড সত্যিই আমাদেরকে ব্যাথিত করে। মানবতা জাগ্রত হোক এ কামনাই করি।আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ অশেষ।
সাবিনা ইয়াসমিন
“ কথায় বলে সবার ওপর মানুষ সত্য তার ওপরে কিছু নাই।হাল আমলে হয়েছে সবার ওপরে টাকা সত্য মানবতা নৈতিকতা আর অবশিষ্ট নাই ”
প্রতিনিয়ত মানবতার বৈপরীত্যের সাথে যুদ্ধ করে মানবতা কেঁদে উঠে বারবার। মানুষের কর্মে আর নীতি-নৈতিকতার মাঝেই মানবতার জয়/পরাজয় নির্ধারিত হয়ে যায়।
আরও লিখুন,
শুভ কামনা 🌹🌹
* শিরোনাম সহ প্রায় সব স্থানেই কেঁদে বানানটি ভুল হয়েছে। এডিট করে নিন প্লিজ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সমাজে মানবতা, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করা খুব জরুরি। আপনার উৎসাহমূলক কথার জন্য ধন্যবাদ। মোবাইল থেকে লেখা, তাই কাদে বানানটা অনেক চেষ্টা করেও ঠিক করতে পারিনি। তারপরও চেষ্টা থাকবে শুভ কামনা অফুরান।
হালিম নজরুল
মানবতা মুক্তি পাক। আপনার লেখা বিষয়গুলোকে সাধুবাদ জানাই।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
মানবতার মুক্তি আর জয়গান হোক সর্বত্র এমন প্রত্যাশাই করি। শুভ কামনা রইল।
ফয়জুল মহী
কে শুনে কার কথা । বক বক করে সময় কাটানো আর কি। আমরা আছি হ য ব র ল এর শাসনে ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুধু শাসক নয়, জন সচেতনতাও নেই। ধন্যবাদ।
নাজমুল হুদা
মানবতা হোক মানুষের ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
মানুষ তুমি মানবিক হও এমন চাওয়া দেশ ও জাতির। ধন্যবাদ অশেষ।
মাহবুবুল আলম
’কথায় বলে সবার ওপর মানুষ সত্য তার ওপরে কিছু নাই।
হাল আমলে হয়েছে সবার ওপরে টাকা সত্য মানবতা নৈতিকতা আর অবশিষ্ট নাই।’
সত্যি তাই, মানবতা কোথাও যেন অবশিষ্ট নাই।
শুভেচ্ছা জানবেন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
মানবতা, নৈতিকতা, ধর্মীয় বিশ্বাস সবকিছু যেন হারিয়ে যাচ্ছে। ধন্যবাদ অশেষ।
কামাল উদ্দিন
টাকার আলাদা একটা ফ্লেবার আছে, তাইতো অনেকে টাকাকে সেকেন্ড গডও বলে থাকি। কিন্তু আমি মনে করিনা মানবতা আজ সর্বত্র ভুলুন্ঠিত। তবে হ্যাঁ কিছু ডাক্তার কিছু সুযোগ সন্ধ্যানী ব্যবসায়ী বা কালোবাজারি কিছু সরকারি আমলা/কর্মচারি নিজের আখের গোছানোর ধান্ধায় নানা অনৈতিকতায় জড়িত থাকলেও বৃহত্তর মানুষ কিন্তু এসবে নাই। সুতরাং আমি মনে করিনা মানবতা এখন শুধুই সিনেমা নাটকের অনুষঙ্গ। ভালো থাকবেন ভাইজান।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার দ্বিমতকে সাধুবাদ জানাই। সাধুবাধ জানাই আপনার সুচিন্তিত মতামতের জন্য। শুভ কামনা রইল।
কামাল উদ্দিন
ধন্যবাদ ভাইজান, ভালো থাকবেন সব সময়।
প্রদীপ চক্রবর্তী
মানবতার প্রাচীরে জং ধরেছে।
এ জং থেকে মানবতা মুক্তি পাক।
কিছুসংখ্যক মানুষের কাছে টাকা মুখ্য বিষয়।
আমি তা মনে করি না।
টাকা আজ আছে কাল নেই।
মানবতা চিরকাল থাকবে। তাই মানবতায় নিজেকে সমর্পণ করা ভালো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
মানবতা না থাকলে আমরা নিজেদেরকে মানুষ ভাবি কেমনে। আপনার সুন্দর মন্তব্যের জন্য সাধুবাদ জানাই।
সুরাইয়া নার্গিস
লেখাটা ভালো লেগেছে..
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
লেখা ভালো লাগার জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন।
এস.জেড বাবু
হাল আমলে হয়েছে সবার ওপরে টাকা সত্য মানবতা নৈতিকতা আর অবশিষ্ট নাই।
দিনেদিনে আমরা মানুষ কেমন অমানুষ হয়ে যাচ্ছি। কেউ ডুবে মপে আমরা ভিডিও করি।
অথচ দেখুন- কেউ এই পরিবর্তন টা মনোযোগ দিয়ে লক্ষ করছে না।
চমৎকার ভাবে কথাগুলো তুলে ধরেছেন।
ভালো থাকবেন
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার সুন্দর মন্তব্য আমাকে আনন্দিত এবং লেখার ব্যাপারে উৎসাহিত করেছে। আন্তরিক ধন্যবাদ । ভালো থাকবেন।
তৌহিদ
মানবতা, মনুষ্যত্ব, মুল্যবোধ এসব শব্দ এখন সুদূরপরাহত মনে হয়। যাওবা আছে ব্যক্তিদ্বন্দের করাঘাতে মৃত প্রায়। ভালো থাকুক পৃথিবীর মানুষ!
শুভকামনা রইলো ভাই।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আমরা যেন অন্য গ্রহের বাসিন্দা । আসলেই আপনি খুব সুন্দর কথা বলেছেন — মানবতা, মনুষ্যত্ব, মুল্যবোধ এসব শব্দ এখন সুদূরপরাহত মনে হয়। যাওবা আছে ব্যক্তিদ্বন্দের করাঘাতে মৃত প্রায়। ভালো থাকুক পৃথিবীর মানুষ! হ্যাঁ আমাদের সকলের কামনা একটি সুন্দর মানবিক পৃথিবী। ধন্যবাদ অশেষ।
জিসান শা ইকরাম
মানবতা আজ মুখ থুবরে রয়েছে। শত অনিয়ম এর যাতাকলে পিষ্ট হয়ে আছে মানবতা।
অথচ কত বিশাল সম্ভাবনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল।
অপেক্ষায় থাকি এখনো স্বপ্নের দেশটাকে নিয়ে।
ভালো লিখেছেন শ্রদ্ধেয় ভাই।
শুভ কামনা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। আমাদের দেশের স্বাধীনতার সঙ্গে আমাদের চাওয়া পাওয়ার অনেক ফারাক। শুভেচ্ছা অফুরান।