যখন মাটির অটবীতে ঘুম পারবো!
মনে থাকবে বা মনে পড়বে এ মৃত্তিকার
জ্বালানময়ী কথা; জানি তোমার অটবী
খুব চঞ্চলময়ী রাগ অনুরাগে পূর্ণিমার রাত।
হয় তো এক মাত্রা ভুমিকম্পন হতে পারে
বা নাও পারে- তবে আমার অটবীতে খুব
বেশী পরিমানে একটা ঘ্রাণ পাই যা তোমাকে
বুঝাতে পারবো না! চিনে নিতে পারবে তো;
আমার নিঝুম অটবীর সবুজ শিতল বাতাস
এই দেখও সবসময় তোমার সোনালি অটবীতে
ঘুরে বেড়াই তুমি হয় তো অবাক হবে- শেষ
অনুরোধ করবো এসো কিন্তু আমার মাটির অটবীতে।
০৩ কার্তিক ১৪২৬, ১৯ অক্টোবর ২০
———————————–
১০টি মন্তব্য
ফয়জুল মহী
সুন্দর হয়েছে।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় মহী দা
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন—
শামীম চৌধুরী
মনোমুগ্ধকর কবিদা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি শামীম দা
সুন্দর মন্তব্যে প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন——–
আরজু মুক্তা
অটবি মানো গাছ, বন।
আপনার মাটির অটবি এটা হয়নি। মাটির খাট / বিছানা হতো।
আমি বুঝেছি ঐটা কবর বুঝাইছেন।
ধন্যবাদ
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মুক্তা আপু
আমার চিন্তা ভাবনা আপনি ধরেতে পারছেন
সেজন্য আপনাকে লাল স্যালুট জানাই—–
তৌহিদ
গন্তব্য সবারই সেইখানে। একদিন যেতেই হবে আমাদের।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি তৌহিদ দা সঠিক বলেছেন
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন——–
সুপর্ণা ফাল্গুনী
একদিন মাটির বিছানায় শুয়ে থাকতে হবে , মিশে যেতে হবে এটাই সত্যি। চমৎকার কবিতা কবি ভাই। আরজু আপুর সাথে একমত। অটবি মানে বন, অরণ্য। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপর্ণা দিদি
সুন্দর মন্তব্যে প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন——–