
হিজিবিজি রেখা টেনে বর্ণমালা শিখি,
মনের যতো কথা আছে খাতা ভরে লিখি।
ভাবনার শত রং ঢেলে কতো ছবি আঁকি,
বুকের ভেতর ঘর বানিয়ে যত্নে তুলে রাখি।
কথার নৌকা ছুটে যেনো রঙীন পালে হাওয়া,
আঁধার ভেঙে অসীম আলোর জগতটাকে পাওয়া।
বাংলাতে হয় মনের কথা তুখোড় আলোচনা,
ঘাসের ডগায় ফুটে থাকা মুক্ত শিশির কণা।
এই ভাষাতে নাড়ির বাঁধন, আদর মায়া মাখা,
সবার চেয়ে মধুর লাগে ‘মাগো’ বলে ডাকা।
১৬টি মন্তব্য
দালান জাহান
খুব সুন্দর কথা। সবচেয়ে দামী কথা মা।
তূয়া নূর
অনেক ধন্যবাদ সুন্দর অভিতের জন্য। শুভেচ্ছা রইল।
সুপর্ণা ফাল্গুনী
মাকে নিয়ে লেখা কবিতা সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু। বসন্তের শুভেচ্ছা ও শুভকামনা
তূয়া নূর
অনেক ধন্যবাদ সুন্দর অভিতের জন্য। শুভেচ্ছা রইল।
ত্রিস্তান
আপু না ভাইয়া? হা হা হা 😀
ইসিয়াক
কবিতায় ভালো লাগা।
বাসন্তী শুভেচ্ছা রইলো।
শুভকামনা।
তূয়া নূর
অনেক ধন্যবাদ সুন্দর অভিতের জন্য। শুভেচ্ছা রইল।
ফয়জুল মহী
ফাগুনের পুষ্পময় শুভেচ্ছা
তূয়া নূর
ফাগুনের পুষ্পময় শুভেচ্ছা আপনাকেও।
ব্লগ সঞ্চালক
আপনার প্রফাইলে একটি ছবি দিন।
তূয়া নূর
দিব। ধন্যবাদ।
সঞ্জয় মালাকার
দাদা মাকে নিয়ে লেখা আপমার সবচেয়ে প্রিয়।
ধন্যবাদ আপনাকে ফাল্গুনী শুভেচ্ছা রইলো।
তূয়া নূর
অনেক ধন্যবাদ সুন্দর অভিতের জন্য। শুভেচ্ছা রইল।
কামাল উদ্দিন
বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা, এই বাংলা ভাষাকে নিয়ে সুন্দর কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম ভাই।
তূয়া নূর
অনেক ধন্যবাদ সুন্দর অভিতের জন্য। শুভেচ্ছা রইল।
কামাল উদ্দিন
আপনার প্রতিও রইল আন্তরিক শুভেচ্ছা নূর ভাই