
ঘোর অমানিষার নির্মম হানা
অসহায় অস্থির কষ্টের প্রহর
স্রষ্টার রহস্যময় জটিল ইমতেহান।
অস্থির অনাহুত সমস্যার জট
ক্ষনে ক্ষনে হতাশায় নিমজ্জিত অধর
তরপ্রবন দূর্বল পাপিষ্ঠ হয়রান পেরেশান।
খন্ড খন্ড পাপরাশীর বিক্রিয়ায়
অতিকায় বিস্ফোরণ
তেজসকৃয়তায় তরপায় দূরাচারি প্রতিবিম্ব যেনো।
নির্দয় নিষ্ঠুর কাহ্হার গুনবাচ্যে যেনো
প্রকাশে বিধাতার গোস্বা
পরিত্রান নাই কোনো।
নরক যন্ত্রনা
তন্ত্রে তন্ত্রে যেনো আজ
মহাসংকট রুপে শোভিত
স্রষ্টার গায়েবী ভ্রকুটিতে
পাপের সমাধী যেনো আজ
লেলিহান লাভায় প্লাবিত।
৮টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“স্রষ্টার গায়েবী ভ্রকুটিতে
পাপের সমাধী যেনো আজ
লেলিহান লাভায় প্লাবিত।”
পাপ করার সময় আমরা কেউ ভাবি না
মহা সংকট থেকে মুক্তি হোক
পাপের কথা যেন থাকে মনে।
ভাল থাকবেন। নিজে বাঁচুন অন্যকে বাঁচতে দিন।
আতা স্বপন
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
ঈশ্বর সবাইকে ভালো রাখুক। আর আমরা যেন নিজেদের খারাপ ব্যবহার, আচার আচরণ ত্যাগ করতে পারি। ধন্যবাদ আপনাকে
আতা স্বপন
ধন্যবাদ
ফয়জুল মহী
সৃজনশীল ও মননশীল লেখা।
আতা স্বপন
ধন্যবাদ
হালিম নজরুল
খণ্ড খণ্ড পাপরাশির বিক্রিয়ায়
অতিকায় বিস্ফোরণ
তেজস্ক্রিয়তায় তরপায় দুরাচারি প্রতিবিম্ব যেন।
——-বাহ
আতা স্বপন
ধন্যবাদ