
কি প্রেম দিলে, বাঁচার স্বপ্নে ~
ভাঙা গড়া অবিরত ~
কাতর হই, উর্বর রই মনে ~
খুলি সম্ভাবনার দিগন্ত ।।
এ প্রেম ছুঁয়ে যায়, অহর্নিশি ~
অন্তরে, তারও গভীরে ~
ঋতুরাজ সাজে, মরুর তপ্ত বুক ~
সুবাসিত প্রকৃতির ভীড়ে ।।
নিঃসঙ্গতার চার দেয়াল , অগোচরে ~
আলপনায় আঁকি মনে ~
বিষণ্ণ দুপুরে, প্রাণের মধুর সুরে ~
জেগে উঠি সংগোপনে ।।
গোধুলীর রঙ মাখি, পাখীর কলতানে ~
হিমেল হাওয়ায়, উষ্ণ প্রেমে ~
দিগন্তের নীল, মনের আঙিণা জুড়ে ~
মেঘ ছুঁয়ে এসেছে নেমে ।।
পালকের কোমলতায়, ছুঁয়ে যায় হৃদয় ~
তোমার মিষ্টি প্রেমের বাণী ~
রাজ্যহীন রাজা আমি, আপন ধরায় ~
তুমি তার চির মহারাণী ।।
~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ০২/০১/২০২০
ঢাকা
২০টি মন্তব্য
নুরহোসেন
চমৎকার কাব্য ভালো লাগলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ
সুরাইয়া পারভীন
চমৎকার উপস্থাপন।
ভালো লাগলো
কামরুল ইসলাম
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
প্রেম এমনি হওয়া উচিত। ভালো লিখেছেন । আপনি আর আপনার মহারানী ভালো থাকুন এই কামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
সুপায়ন বড়ুয়া
“পালকের কোমলতায়, ছুঁয়ে যায় হৃদয় ~
তোমার মিষ্টি প্রেমের বাণী ~
রাজ্যহীন রাজা আমি, আপন ধরায় ~
তুমি তার চির মহারাণী ।। “
মহারাণী হোক অবিনশ্বর
হৃদয়পটে আঁকা চীরভাস্বর !
শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা
মোঃ মজিবর রহমান
রাজ্য হারা রাজা আমি তুমি তার চিররাণী
কামরুল ইসলাম
ধন্যবাদ
কামরুল ইসলাম
ধন্যবাদ
জিসান শা ইকরাম
কামরুল ইসলাম ভাই, নীতিমালায় বলা আছে, ২৪ ঘন্টার মধ্যে দুটো পোস্ট দেয়া যাবেনা। নীতিমালা পড়ুন।
কামরুল ইসলাম
তিন চার ঘন্টা আগে মনে হয় দিয়ে ফেলেছি
যাক, আর দিবো না
ধন্যবাদ নিবেন৷, ভাল থাকবেন
ফয়জুল মহী
অনিন্দ্য সুন্দর উপস্থাপন।
কামরুল ইসলাম
ধন্যবাদ
কামাল উদ্দিন
প্রেমের রাজ্যে একজন রাণী মিলে গেলে আমরা প্রত্যেকেই হয়ে উঠতে পারি এক একজন রাজা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
কামাল উদ্দিন
শুভেচ্ছা
সাবিনা ইয়াসমিন
আপনারা তাহলে রাজ্যহীন দেশের রাজা-রানি?
এই জন্যেই নবীণা মাঝে মাঝে উধাও হয়ে যায়, এখন বুঝলাম। 😊
কামরুল ইসলাম
হাহাহা,
বুঝে গেছেন আপু ???
রাজ্যহীন ই
ধন্যবাদ বাদ, ও অনেক শুভ কামনা