
এই মহামারী থেকে বাঁচার কি উপায় সেটা এখনো খোলাসা নয়। তাই নিজ নিজ অবস্থান থেকেই আমাদের কাজ করা উচিৎ। অন্যের খারাপ অবস্থা দেখে মজা করবেন না, সেটা যেকোনো সময়ই নিজের ঘাড়ে চেপে বসতে পারে। ” যারা বলেছিলেন চাইনিজদের উপর গজব পরেছে তাদের বলছি karma is a boomerang do not forget!”
সাজেশনঃ
★দয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন সবাই। শাবান, সেনিটাইজার ব্যাবহার করবেন।
★ক্রাউড এরিয়া এড়িয়ে চলুন।
★সবাই মাস্ক ব্যাবহার করুণ।
★সাবান, সেনিটাইজার বিক্রেতারা এই সুযোগে দয়া করে নিজের পকেট ভারি না করে মানবতার সেবায় এগিয়ে আসুন। এগুলোর দাম কমান। সম্ভব হলে নামমাত্র লাভে সাপ্লাই দেন। মানবতার সেবায় এগিয়ে আসুন।
★যতটা সম্ভব দ্রব্যমূল্য সীমিত রাখুন।
★বাসায় সেনিটাইজার, হ্যান্ডওয়াশ, সাবান রাখুন।
★যেকোনো সময় কান্ট্রি লকডাউন হতে পারে, বাসায় শুকনা খাবার রাখুন।
★নিম বা কাঁচা হলুদ পানিতে মিশিয়ে গোসল করুন।(চিকেন পক্স হলে যেভাবে গোসল করানো হয় অনেকটা সেভাবেই)
★ঠান্ডা জাতীয় খাবার একদম এড়িয়ে চলুন!(আইসক্রিম)
★পর্যপ্ত পরিমানে গরম পানি পান করুন।
★ভিটামিন সি জাতীয় ফল খান বেশি বেশি। (আমলকি খেতে পারেন)
★স্মোকিং কমান। পারলে ছেড়ে দিন।
🚫উপাসনা,প্রার্থনা, পূজা, নামাজ বা মাঠে জড়ো হয়ে এক সাথে দোয়া করার নামে প্লিজ কোনো ক্রাউড তৈরি করবেন না দয়া করে। বিশ্বের অনেক মসজিদের জুম্মার নামাজ বাতিল করা হয়েছে। সৌদিতেও ওমরাহ বন্ধ।
আপনার উপসনা আপনার বাসায় করুন। এতে আপনারই মঙ্গল!! (মুমীনগন না বুঝেই নাস্তিক নাস্তিক বলে চিল্লায়া উইঠেন না কিন্তু..)
পরিস্থিতি যে কি পরিমান ভয়াবহ হবে চিন্তা করতে পারছি না.. সবাই সাবধানে থাকবেন দয়া করে!
২০টি মন্তব্য
ফয়জুল মহী
ভালোবাসা নিবেদন ।
রেজওয়ান
ভাল ও সুস্থ থাকুনসব সময়
সুরাইয়া পারভীন
চমৎকার উপকারী পোস্ট। এ সময় সচেতন থাকা খুব জরুরি। অসংখ্য ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য
রেজওয়ান
অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন
সুপায়ন বড়ুয়া
চমৎকার সময়োপযোগী পোস্ট। এ সময় সচেতন থাকা খুব জরুরি।
আতন্কিত না হয়ে দৃঢ় চিত্তে মোকাবেলা করুন।
শুভ কামনা।
রেজওয়ান
অনেক ধন্যবাদ। ভাল থাকবেন ভাই
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লিখেছেন। এমন করে সচেতনতা বাড়াতে হবে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
রেজওয়ান
অনেক ধন্যবাদ আপু। সাবধানে থাকবেন
মনির হোসেন মমি
মানুষকে বন্দী করে ফেলছে এই ভাইরাসটি।সবার মঙ্গল কামনা সাথে পোষ্টে সহমত।
রেজওয়ান
কি যে অবস্থা হচ্ছে দিন দিন এভাবে চলতে থাকলে পরিস্থিতি অনেক ভয়াবহ হবে ভাই। সাবধানে থাকবেন আপনারা
হালিম নজরুল
ঠিক বলেছেন, সবার আগে সচেতনতা প্রয়োজন।
রেজওয়ান
সাবধানে থাকবেন পরিবার পরিজন নিয়ে।
তৌহিদ
ধন্যবাদ ভাই, শিক্ষণীয় এমন পোস্টের জন্য। সবার সচেতনতা জরুরি।
ভালো থাকবেন।
রেজওয়ান
আসলেই সচেতনতা অনেক জরুরী। সাবধানে থাকবেন ভাই
জিসান শা ইকরাম
খুব আতংকের মধ্যে আছি।
উপকারী পোস্ট।
রেজওয়ান
আসলেই ভাইজান অনেক আতঙ্কের মধ্যেই আছি। ঘরবন্দী হয়ে বসে আছি গত ২দিন ধরে। সাবধানে থাকবেন আপনারা সবাই
আলমগীর সরকার লিটন
বেশ সচেতনামূলক পোস্ট
রেজওয়ান
অনেক ধন্যবাদ ভাই। সাবধানে থাকবেন
আরজু মুক্তা
উপকৃত হলাম
রেজওয়ান
পরিবার পরিজন নিয়ে ভাল ও সুস্থ থাকুন সব সময়।