মহামতি নজরুল

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৫ মে ২০২১, মঙ্গলবার, ০৪:৪৬:২১অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
  1. বন বাদড়ে ঘুরে ফিরে তোমার
  2. কেটেছে সারাবেলা,
  3. ছিন্নমূলে হয়েছে বড় তাই
  4. পেয়েছ কত হেলা।
  5. অনাহারে থেকে তুমি ঘুরছে
    মানুষের দ্বারে দ্বার,
    জানেন শুধু ঐ সৃজনকারী
    বুভুক্ষা থেকেছ কত বার।
  6. কৈশোরে তুমি লেটো দলের সাথে
    ঘুরে গেয়েছ কত গান,
    মসজিদের মুয়াজ্জিনের কাজ করে
    বাঁচায়েছ তোমার প্রাণ।
  7. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যোগ দিয়েছিলে
    ঐ সেনাবাহিনীর দলে,
    সেখান থেকে ফিরে সাহিত্য চর্চা করেছ তুমি
    দৃঢ় মনোবলে।
  8. লিখছ কাব্য শৈলী সাহিত্যের ঐ
    সকল শাখায়,
    সৃজনকারী দিয়েছিল বুদ্ধি বাবরি দোলানো
    ঝোকড়া মাথায়।
৪৮৫জন ৪৪৯জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ