মহাপ্রলয় অন্তিম পর্ব

জাহাঙ্গীর আলম অপূর্ব ১১ ডিসেম্বর ২০২০, শুক্রবার, ০৩:৩৯:৫১অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে

যে বা যারা পৃথিবীতে জীবন নিয়ে জন্ম গ্রহণ করেছে
প্রত্যেক মানুষকে তার কৃত কর্মের হিসেবে দিতে মহাসমাবেশে
বিধির বিধান অমান্য করার জন্য পাবে শাস্তি
আর যারা মেনেছে তারা পাবে পরম শান্তি
কি নাজ নিয়ামত দ্বারা সুসজ্জিত থাকবে
সেই দিনের আমলাদের জান্নাত
দেখে তখন আসবে বুঝে
হবে না কোনো কাজ পুড়তে হবে দোজখে
তাই সদা সৎ পথে চলতে হবে
সকল বিধান মানতে হবে।
রচনাকালঃ
০৯/১২/২০২০
৬১৬জন ৫০৬জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ