
মসৃণ বালুদ্বীপ বিছানো পায়ের ছাপ
যেখানে নীলজল ঠেকিয়ে মাথা
ধুয়ে মুছে দেয় আমাদের ফেলে আসা পা।
কতটা গভীরতা সাগরের বুকে
কতটা ভালোবাসায় মৃদু জল হবে
পিপাসিত চোখ গুলো দাবানলে জ্বলে
চোরাবালি সাঁতরে কি আর নীড় পাওয়া যাবে।
আমাকে কেও বলেছিলো এ পূর্নিমা আলোয়
বুকে রেখে মাথা দেখেছিলাম সাগরের ঢেউ
এভাবে ভেজা ছোঁয়া লেগেছে যদিও
মনে হয় ভালোবাসা রয়েছে বাকি।
আমাকে কেও জড়িয়ে কেঁদেছিল বুকে
শীতল কণ্ঠে বলেছিলো পাশে থাকবে তো রোজ
এভাবে কতো কাছে ছিলাম তোমার
শেষে দেখি শূন্য বুকে বিশাল আধার।
২৪টি মন্তব্য
ব্লগ সঞ্চালক
প্রফাইলে আপনার একটি ছবি আছে। আপনার ছবি ফিচার ছবি হিসেবে দেয়ার যুক্তি কি? ফিচার ছবি হিসেবে লেখার সাথে মানানসই একটি ছবি দিন।
শুভ ব্লগিং।
মোঃ রাশিদুল ইসলাম
ধন্যবাদ প্রিয়
রেজওয়ানা কবির
চোরাবালি সাঁতরে কি আর নীড় পাওয়া যাবে?খুব সুন্দ।
মোঃ রাশিদুল ইসলাম
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করবার জন্য🖤
রেজওয়ানা কবির
খুব সুন্দর।
মোঃ রাশিদুল ইসলাম
ধন্যবাদ
ফয়জুল মহী
লেখা পড়ে বিমোহিত হলাম।
মোঃ রাশিদুল ইসলাম
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করবার জন্য❤
সুপর্ণা ফাল্গুনী
দারুন লাগলো। স্মৃতিরা এভাবেই শূণ্যবুকে বেঁচে থাকে বিরহের কাঁটা হয়ে। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ কামনা অবিরত
মোঃ রাশিদুল ইসলাম
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ❤🖤
ইঞ্জা
সুপ্রিয় ব্লগার, সোনেলা ব্লগের নিয়ম অনুযায়ী আপনার প্রফাইল ছবি দেওয়া উচিত, অনুরোধ করছি দ্রুত আপনার ছবি প্রোফাইলে এড করার জন্য।
মোঃ রাশিদুল ইসলাম
প্রিয় কবি,
ছবি আপলোড করতে কিছু সমস্যা আছে।১০০ কেবি এর বেশি পিকচার এড করা যায় না।তাই আপলোড করা ছবিটাই দিয়েছিলাম।
ধন্যবাদ❤
ইঞ্জা
সমস্যা থাকলে সে সমাধানও আছে সুপ্রিয় ব্লগার, আপনি ছবি রিসাইজ করেই দিতে পারেন আপনার ছবি, দরকার হলে আপনার পরিচিত ব্লগারের সাহায্য নিন প্লিজ।
রেহানা বীথি
মনে হয় ভালোবাসা রয়েছে বাকি।
বেশ লাগলো।
মোঃ রাশিদুল ইসলাম
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ❤🖤
নিতাই বাবু
ভালো লাগলো আপনার কয়েক লাইনে কবিতা। বুঝার আছে অনেক।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।
মোঃ রাশিদুল ইসলাম
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করবার জন্য❤
আরজু মুক্তা
ছোট কবিতায়, অনেক বলা
মোঃ রাশিদুল ইসলাম
ধন্যবাদ প্রিয়
সৌবর্ণ বাঁধন
সুন্দর। ছবিটা কি সেইন্টমার্টিন?
মোঃ রাশিদুল ইসলাম
হতে পারে,
মোঃ রাশিদুল ইসলাম
ধন্যবাদ আপনাকে
রোকসানা খন্দকার রুকু।
ভালো লাগলো। শুভ কামনা রইলো॥
মোঃ রাশিদুল ইসলাম
ধন্যবাদ আপনাকে