
ইদানিং কেমন আমি হইয়া গেছি
মরার আগে মরে বসি-
মরার বেটা আজরাইল সময়ে মতো আসে না
অসময়ে করে শুধু তালবাহানা-
ভয়ের কথা বললেও আজরাইল শুনে না
কেমন করে খাঁচা ছিড়ে মন পাখিটারে
নিয়ে যাবে কোন সে দেশে-
কোন সে দূরে- কেউ ত জানে না।
কেমন করে মরার বেটা আজরাইল
আসবে বল- ভয়ে ভয়ে ভয়ে কাঁপে দেহ বুক-
অসুখে বুঝা যায় কতখানি সুখ
ও দরদিয়ার ঝর ঝর অথৈ নদীতের জল-
দেখিতে পাই না তার মুখ টলমল!
ও মরার বেটা আজরাইল কয়া যাও
কেমন করে দেখবো তার মুখ-
নয়ন আয়নায় আমার ছবি কথা কয় না!
আমি মরার আগে- মরে বসি।
২১ ভাদ্র ১৪২৬, ০৫ সেপ্টেম্বর ২০
————————————
১৫টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার । আজরাইল চোখে দেখলে সুন্দর কবিতা কেমনে পাবো! তবে কয়েকটি বানান একটু চেক করবেন। ধন্যবাদ আপনাকে। শুভ সকাল
আলমগীর সরকার লিটন
হায় হায় রে কোন বানান একটু দেখে দিন প্লীজ সংশোন করব
সুপর্ণা ফাল্গুনী
ইদানিং, অসময়ে, ছিঁড়ে, কাঁপে। নদীতের জল এটা কি হবে বুঝিনি। ধন্যবাদ আপনাকে
আলমগীর সরকার লিটন
অনেক ধন্যবাদ দিদি
ফয়জুল মহী
জান পাখিটা একদিন খাঁচা ছেড়ে পালাবে ধরতে পারবো না । তাই সাবধান থাকা ভালা
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মহী দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
সুপায়ন বড়ুয়া
ভয়ে যখন থাকে মানুষ
মরার আগে মরে বসে।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপায়ন দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
আরজু মুক্তা
সত্যিই যদি মানুষ আজরাইল কে স্মরণ করতো, তাহলে পৃথিবী আরও সুন্দর হতো।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মুক্তা আপু প্রত্যেক মানুষে উচিত আজরাইল কে স্মরণ করা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
শামীম চৌধুরী
আজরাইল যখন এসেই গেছে তখন রুহ কবজ অবধারিত। দারুন লিখেছেন কবি দাদা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি শামীম দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
তৌহিদ
বিষণ্ণতায় পেয়েছে নাকি ভাই? মরণ সবারই নিশ্চিত, কারো আগে কারো পরে। দুর্ভাবনা বাদ দিন।
শুভকামনা রইলো ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি তৌহিদ দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
রোকসানা খন্দকার রুকু
আজরাইল আসলে আসবে তাই বলে কোন কিছু কি থেমে থাকে না রাখা যায়।চলতে দিন।
শুভ কামনা।