অন্ধকারে গ্রাস হয় তাদের নোংরা স্তন।
ছোটবেলায় সাইক্লোন কে বন্ধু ভেবে
নেশাগ্রস্ত হয়েছিলাম।
ঘোরের মাঝে দেখতে পেলাম বিনু দী’
নীম গাছটায় ফাঁস নিচ্ছে।
তোমরা একে সুইসাইড বলো,
আমি বলি মুক্তি,
পরে ঘটা করে পালন হলো মৃত্যু উৎসব।
প্রাচীন গ্রীস থেকে উকাশা সাবাই এলো
বুভুক্ষু কুকুরে দাঁত বের করে।
১০টি মন্তব্য
ইঞ্জা
বেশ করুণ।
ইয়াসির রাফা
(y)
আবু খায়ের আনিছ
মৃত্যুর অংশটুকু বাদে বাকীটুকু বুঝি নাই।
ইয়াসির রাফা
আসলে রুপক কবিতা এটা।
শুন্য শুন্যালয়
লেখাটুকু চমৎকার তবে শিরোনাম বুঝতে পারিনি আমি। অন্ধকারের কুকুরগুলো দিনে তাদের দাঁত দেখাবেই, আর বিনু দী’র মিলবে মুক্তি।
ইয়াসির রাফা
আসলে এখানে একটা ‘মফস্বল” অঞ্চল কে তুলে ধরা হয়েছে।
নীলাঞ্জনা নীলা
বাহ!
তবে নামের সাথে কবিতার বিষয়টা যাচ্ছেনা।
ইয়াসির রাফা
আসলে ‘মফস্বল’ অঞ্চলের কথা বলা হয়েছে কবিতায়।
মৌনতা রিতু
নাম দেখে ভেবেছিলাম মফস্বল নিয়ে কিছু কথা হবে। তবে রুপক কবিতার সাথে পুরো একটা মফস্বলের গোছানো এমন এক বীনু দী’র গল্প তুলে দিলে আরো চমৎকার ফুটে উঠত।
ইয়াসির রাফা
পরামর্শ এর জন্য ধন্যবাদ 🙂