মফস্বল

ইয়াসির রাফা ২১ জুলাই ২০১৬, বৃহস্পতিবার, ০৪:৪৭:০১অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

অন্ধকারে গ্রাস হয় তাদের নোংরা স্তন।
ছোটবেলায় সাইক্লোন কে বন্ধু ভেবে
নেশাগ্রস্ত হয়েছিলাম।
ঘোরের মাঝে দেখতে পেলাম বিনু দী’
নীম গাছটায় ফাঁস নিচ্ছে।
তোমরা একে সুইসাইড বলো,
আমি বলি মুক্তি,
পরে ঘটা করে পালন হলো মৃত্যু উৎসব।
প্রাচীন গ্রীস থেকে উকাশা সাবাই এলো
বুভুক্ষু কুকুরে দাঁত বের করে।

৫৩৪জন ৫৩৪জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ