- ছোট্টা ছোট্টা ছন্দে
- মনের আনন্দে
- গেয়ে যায় জীবনের
- অন্তিম পর্বের নিরবতা গান,
- অন্তিম পর্বের কথা শুনলে
- আমার মনে শিহরণ জাগে
- ধরাকে ছেড়ে যাওয়ার
- অজস্র কষ্ট আমার প্রাণে।
- বর্ণিল স্বপ্ন দিয়ে সাজানো
- হয়েছে গেছে আমার জীবন
- বিচরণের মাঝখানে দাঁড়িয়ে
- যাবে শুধু মৃত্যুর জন্য,
- সেই চিন্তায় আমি তো কখনো
- হয়নি অবিরত চিন্তামুক্ত
- সদা বিভোর আমার চাওয়া
- আমার কিছু এই ধরাতে
- রেখে যেতে চাই
- তার জন্য আমার মন
- সদা চিন্তত, সদা চিন্তিত।
- আমি চাই ধরাতে অমরত্ব প্রতিষ্ঠা করতে।
- রচনাকালঃ
- ০২/০২/২০২১
৪৭৫জন
৩৯৬জন
৯টি মন্তব্য
আরজু মুক্তা
কাজ। কাজেই মানুষ অমরত্ব লাভ করে। পরিশ্রমের বিকল্প নেই।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক মন্তব্য করেছেন প্রিয়
শুভকামনা রইল
আলমগীর সরকার লিটন
বেশ ছন্দময় কবি দা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আশা পূরণ হোক — আমি চাই ধরাতে অমরত্ব প্রতিষ্ঠা করতে।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম
শুভকামনা রইল
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার প্রতিও শুভ কামনা ।
সুপর্ণা ফাল্গুনী
ভালো কাজ মানুষকে অমরত্ব প্রদান করে। আপনার আশা পূরণ হোক। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অফুরন্ত। শুভ সকাল
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল নিত্য