মন ভালো না

জাহাঙ্গীর আলম অপূর্ব ২ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ০৬:৩০:৩৭অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য
  1. ছোট্টা ছোট্টা ছন্দে
  2. মনের আনন্দে
  3. গেয়ে যায় জীবনের
  4. অন্তিম পর্বের নিরবতা গান,
  5. অন্তিম পর্বের কথা শুনলে
  6. আমার মনে শিহরণ জাগে
  7.  ধরাকে ছেড়ে যাওয়ার
  8. অজস্র কষ্ট আমার প্রাণে।
  9. বর্ণিল স্বপ্ন দিয়ে সাজানো
  10. হয়েছে গেছে আমার জীবন
  11. বিচরণের মাঝখানে দাঁড়িয়ে
  12. যাবে শুধু মৃত্যুর  জন্য,
  13. সেই চিন্তায় আমি তো কখনো
  14. হয়নি অবিরত চিন্তামুক্ত
  15. সদা বিভোর আমার চাওয়া
  16. আমার কিছু এই ধরাতে
  17. রেখে যেতে চাই
  18. তার জন্য আমার মন
  19. সদা চিন্তত, সদা চিন্তিত।
  20. আমি চাই ধরাতে অমরত্ব প্রতিষ্ঠা করতে।
  21. রচনাকালঃ
  22. ০২/০২/২০২১
৪৭৫জন ৩৯৬জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ