আজও মনে পড়ে সেই দিনগুলোর কথা,

যেদিন গুলোতে আমরা দু বন্ধু মিলে,

বাসন্তী ফুল গাছের নিচে বসে কাটিয়েছি প্রহর ।

আমার সব, সব মনে আছে,

কিন্তু তুমি নেই, বন্ধু।

সকাল বেলা একসাথে হাতে হাত রেখে

দৃপ্ত পায়ে পুলকিত মনে আমরা হেঁটেছি কত,

আজ তা শুধু মাত্র স্মৃতি হয়ে মনে উঁকি দেয়।

স্কুলের টিফিনের সময়গুলোতে করেছি কত আনন্দ,

খেলেছি কত শরতের বিকালে লুকোচুরি খেলা।

বর্ষাকালে নদের জলে সাতার কেটেছি কত,

সেই নদ এখনো আছে, শুধু ব্যস্ত সময়।

রচনাকালঃ

৩০/০৩/২০২১

৭৩৩জন ৬৭৭জন
0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ