মন!
তুই কুচকুচে আলকাতরা কালো
আর হিংসুটে কেন!
কেউ উপরে উঠতে চাইলে
তারে মাটিতে নামিয়ে আনিস কেন!
তুই ফুল দিয়ে ভালো না ভেসে।
লাটি,চাপাতি দিয়ে আঘাত করিস কেন!
তোর প্রেমে সাড়া না দিলে
সুন্দর মুখখানি এসিডে ঝলসে দিস কেন!
কেউ ব্যাবসায় সফল হলে তার পেছনে
ট্যাক্সের মানুষ লাগিয়ে দিস কেন!
কেউ দুয়েকটা বাড়ি করলে
হিংসায় তোর গায়ে জ্বলন ধরে কেন!
কেউ যোগ্যতার তোরে ডিঙিয়ে
গেলে তারে গালমন্দ করিস কেন!
কেউ গাড়ির মডেল বদলালে
তার গাড়িটা ভেংগে দিতে চাস কেন!
কেউ কারো উপকারে করলে
তার বিরুদ্ধে গীবত করিস কেন!
পরনিন্দা করা খুব গর্হিত কাজ। মানুষের নেতিবাচক দিকগুলি পরিবর্তন করা উচিত। ভালো লিখেছেন ভাই।
আপনি সব পোস্টের লেখাগুলোকে বোল্ড করে দিচ্ছেন কেন বুঝতে পারছিনা। নির্দিষ্ট কিছু বাক্যের গুরুত্ব বোঝাতে বোল্ড করা হয়, পুরোটা নয়। এতে লেখা দৃষ্টিকটু লাগে ভাই। আমি আমার মতামত দিলাম, বাকিটা আপনার বিবেচ্য বিষয়।
পরনিন্দা এবং মানুষের নেতিবাচক দিকগুলো পরিবর্তনের কথা বলেছেন সেব্যাপারে সহমত পোষণ করি। আপনার সুন্দর মতামত আমার মনে থাকবে এবং সেমতে ভবিষ্যতের লেখা পোস্ট হবে। শুভ কামনা রইল ভাই।
২০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই আমাদের মন টা যেন কেমন ! অন্যের ভালো দেখতে পারেনা, অন্যের সর্বনাশের আশায় থাকে । মানবতার জয় হোক। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দিদি , আমার প্রতিটি লেখায় আপনার সুন্দর মতামত আমাকে লেখার অনুপ্রেরণা যোগায় । আপনার সুন্দর কথা — সত্যিই আমাদের মন টা যেন কেমন ! অন্যের ভালো দেখতে পারেনা, অন্যের সর্বনাশের আশায় থাকে । — এর সঙ্গে একমত। ভালো থাকবেন । শুভ কামনা অফুরান।
ছাইরাছ হেলাল
খুবই আশাবাদী লেখা , কিন্তু চাইলেই কী আমরা পঙ্কিলতার ঊর্ধ্বে উঠতে পারি!!
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার সুন্দর মতামতের মধ্যেই আপনি কিন্তু উত্তর দিয়ে দিয়েছেন ভাইয়া । আসলেই — কিন্তু চাইলেই কী আমরা পঙ্কিলতার ঊর্ধ্বে উঠতে পারি!! — ভালো থাকবেন। শুভ কামনা রইলো ।
সুপায়ন বড়ুয়া
প্রতিহিংসা পরায়ন মনকে নিয়ে
সুন্দর করে তুলে আনলেন।
ভাল লাগলো।
ভাল থাকবেন। শুভ কামনা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দাদা , আপানার মতামত আমাকে সব সময় অনুপ্রাণিত করে। লেখা ভালো লেগেছে এজন্য আপনাকে ধন্যবাদ । ভালো থাকবনে ।
খাদিজাতুল কুবরা
আত্ম-জিজ্ঞাসা মূলক লেখা ভালো লাগলো।
আত্ম জিজ্ঞাসা থেকে বোধের উদয় হোক সকলের অন্তরে।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার সুন্দর মতামতের জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন। শুভ কামনা রইল।
মাহবুবুল আলম
আপনার লেখা েএকান্ত অনুভূতিতে, মনের বিভিন্ন নেতিবাচক দিকগুলো তোলে ধরেছে।
ভাল লাগলো। শুভেচ্ছা জানবেন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার ভালো লেগেছে জেনে খুশি হয়েছি। আপনিও ভালো থাকবেন ভাইয়া। শুভ কামনা রইল।
তৌহিদ
পরনিন্দা করা খুব গর্হিত কাজ। মানুষের নেতিবাচক দিকগুলি পরিবর্তন করা উচিত। ভালো লিখেছেন ভাই।
আপনি সব পোস্টের লেখাগুলোকে বোল্ড করে দিচ্ছেন কেন বুঝতে পারছিনা। নির্দিষ্ট কিছু বাক্যের গুরুত্ব বোঝাতে বোল্ড করা হয়, পুরোটা নয়। এতে লেখা দৃষ্টিকটু লাগে ভাই। আমি আমার মতামত দিলাম, বাকিটা আপনার বিবেচ্য বিষয়।
শুভকামনা রইলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
পরনিন্দা এবং মানুষের নেতিবাচক দিকগুলো পরিবর্তনের কথা বলেছেন সেব্যাপারে সহমত পোষণ করি। আপনার সুন্দর মতামত আমার মনে থাকবে এবং সেমতে ভবিষ্যতের লেখা পোস্ট হবে। শুভ কামনা রইল ভাই।
ফয়জুল মহী
মনোরম ও চমকপ্রদ কথামালা
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধন্যবাদ ভাই , ভালো এবং সুস্থ থাকবেন।
হালিম নজরুল
চমৎকার শিক্ষণীয় লেখা। মন পরিবর্তিত হোক, এই প্রার্থনা রইল।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার চমৎকার মতামত আমাকে মুগ্ধ এবং অনুপ্রাণিত করেছে। ভালো থাকবেন ভাইয়া। শুভ কামনা ।
আতকিয়া ফাইরুজ রিসা
মনের এই বৈচিত্র্যময়তাই মনের সৌন্দর্য। তবু কখনো ভুলপথে গিয়ে আমাদের দ্বিধান্বিতও করেও এই মনই। ভালো লাগলো লিখাটা পড়ে। ধন্যবাদ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার সুচিন্তিত এবং অল্প কথায় সুন্দর বিশ্লেষণ আমার জন্য অনুপ্রেরণা। আপনার ভালো লাগার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। শুভ কামনা রইলো।
আরজু মুক্তা
ভালো লাগলো
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার ভালো লেগেছে জেনে খুশী হয়েছি। শুভ কামনা ।