মধুর শৈশবের এপারে দাড়িয়ে…

রিফাত নওরিন ১৬ ফেব্রুয়ারি ২০১৭, বৃহস্পতিবার, ০২:৪৭:৩৭পূর্বাহ্ন বিবিধ ১৭ মন্তব্য

শৈশব  আমাদের সবার জীবনের সোনালী একটি অধ্যায়৷ জীবনের পরিমাপে যার স্থান সবার উপরে৷                             সেই বাল্যকালের অনুভূতি, প্রথম অ-আ  পড়া, মায়ের হাতে ভাত খাওয়া, ভাই-বোনদের সাথে দুষ্টুমিতে ভরা এক শৈশব….. বড়ই  মধুরতম এক স্মৃতি হয়ে আছে এখনো আমার মনে৷

নিশ্চিন্তে সকালে ঘুম থেকে উঠে মায়ের হাতের তৈরী চা-রুটি খেয়ে স্কুলে যাওয়া, স্কুল থেকে এসে পড়া তৈরী করে খেলতে যাওয়া, আর সন্ধাবেলায় রূপকথার রাজকন্যার গল্প শুনে ঘুমাতে যাওয়া,  অফুরন্ত আনন্দে মন ভাসানো দিনগুলি আমার৷
বিদেশ- বিভূয়ে জীবনটায়, আমার এখনকার দিনগুলি কাটে আমার বাচ্চাদের শৈশব দেখে, ভীষন ব্যাস্ততায় ভরা তাদের জীবন৷ প্রতিদিন ৭-৮ ঘন্টা স্কুল করে ক্লান্ত আমার বাচ্চারা ঘুমিয়েই বিকালটা পার করে দেয়৷ তাদের জীবনের আকর্ষন সবকিছু সুপারহিরো, ডাইনোসর, শার্ক এইসব ঘিরে৷
এই বয়সেই যদি আমি বলি বাবারা একটা গল্প বলো তখন ঘুরে ফিরে তারা বলে ওঠে….মাম্মি এতবড়ো ডাইনোসর ছিল  যথাক্রমে গল্প বলা ডাইনোসর থেকে শুরু হয়ে সুপারহিরোতে গিয়ে শেষ হয়৷

মনে পড়ে আমাদের ছোটবেলা কেটেছিলো ঠাকুরমার ঝুলি আর রূপকথার গল্প পড়ে৷ প্রতিটা গল্প পড়তে পড়তে মুখস্থ হয়ে যেতো, যখন নানুর বাড়ি যেতাম প্রতি রাতেই হতো গল্প বলার আসর৷ প্রধান বক্তা আমিই থাকতাম, এক ঝাঁক  কাজিনদের নিয়ে চলতো আমাদের গল্প বলার আসর৷

খুব ছোটবেলা থেকে আমি প্রচুর বই পড়তাম.. গল্প-কবিতা, রূপকথা আর প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া আমার পুরোনো অভ্যাস৷ যখন আমি পড়তাম কাজলা দিদির কথা তখন আমি আবগে ভেসে যেতাম, যখন আমি পড়তাম গড়াই নদীর তীরে, তখন যেনো আমার মানসপটে ভেসে উঠত নদীর ধারের একখানা ঘর, বড় মায়ায় সাজানো সেই ঘর৷

আমার বাচ্চাদের দেখে ভাবি, তাদের সুপার হিরোময় জীবনে কখনো এই অনুভূতি আসবেনা, তারা কখনো বুঝতে পারবে না বাশঁবাগানের মাথার উপর চাদঁখানা দেখতে কতটা সুন্দর, যতো চেষ্টাই করি না কেনো আবেগ কি তারা আনতে পারবে, সময় যে বদলাচ্ছে ….
আমার শুধু মনে হয় এর চেয়ে ঢের ভালো ছিল আমাদের বৌ-ছি খেলার সবুজ মাঠ, গল্প বলার আসর, মুগ্ধতা নিয়ে  প্রকৃতিকে ভালবাসা৷

হাজারো দামে যদি কেনা যেত, তবে আমি হয়তো আমার শৈশবে ফিরে যেতাম, আমি আবারো বাচতে চাইতাম সেই সময়ে, যেখানে হয়তো নিশ্চিন্তে আমি আবারো মাথা দুলিয়ে পড়তাম-
আমি হবো সকাল বেলার পাখি
সবার আগে কুসুমবাগে উঠব আমি ডাকি..

 

রিফাত নওরিন
আটলান্টা, যুক্তরাষ্ট্র

১৩৮০জন ১৩৮০জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ