
রোজ ভোলা মন উদাস হয়ে
রাখাল বাঁশির সুরে,
যায় ছুটে সুদূরে,
ডাক যেথা দেয় হরেক ফড়িং
ঘাসের ডগায় ঘুরে।
খোঁজ করে সেই মেঘের বেটির
ছিঁচকাঁদুনে আড়ি,
যার পটু শিকারী,
ওঁত পেতে চায় খালের ধারে
কানী বগির সারি।
শুনতে সে যায় পাখির কূজন
বট পাকুড়ের ডালে,
বারেক বসে চালে,
দোল যদি খায় সজনে ক’টা
ঝিঙে শসার তালে।
আর কি ফিরে বানের জলে
দেখলে হাঁসের খেলা!
নিভৃতে যায় বেলা,
নয় দূরে তার বড়শি ফেলে
খুলতে পুঁটি চেলা।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৬টি মন্তব্য
হালিমা আক্তার
দারুন ছন্দ ময় কবিতা। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
মোঃ মজিবর রহমান
গ্রাম্য দৃশ্যেরে আনিলে ছন্দময়ে, মুগ্ধ আননে রইলাম পড়ে। ভালো লাগা রইল বোরহান ভাই।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম মজিবর ভাই!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
সাবিনা ইয়াসমিন
প্রকৃতির সান্নিধ্যে গেলে কখন বেলা পড়ে যায় টের পাওয়া যায় না। সূর্যোদয় থেকে সূর্যাস্ত কাটিয়ে দেয়া যায় প্রকৃতির নানা উপকরণ অবলোকন করে।
শুভ কামনা 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
অতিশয় তৃপ্ত হলাম আপু!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।