ভোট দিন

সঞ্জয় কুমার ৬ জুন ২০১৪, শুক্রবার, ১১:৫২:৩১পূর্বাহ্ন বিবিধ ২ মন্তব্য

ভোটের আগে নেতারা অনেক কিছুই বলে

ভোটের পর বেমালুম ভুলে যায়

আমরা আম পাবলিক

স্মরণশক্তি কম

ভোট এলেই দুষ্টু লোকের মিষ্টি কথায় সব ভুলে যাই

মহা আনন্দে যে কোন একটা চোর কে মনোনীত করে

নাগরিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করি

এই হল আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া

আম পাবলিক দের একটা বুদ্ধি দিই

একটা সুন্দর ডায়েরী কিনুন

বিভিন্ন সময় বিপদে পড়ে নেতাদের

সাহায্য চাইলে তাঁরা আপনাকে কিভাবে সাহায্য করছে এটা ডেট এন্ড টাইম সহ লিখে রাখুন ।

পাঁচ বছর পর তাঁরা যখন ভোট চাইতে আসবে

তার আগে নিজেও একবার দেখুন

এবং আপনার প্রিয় ন্যাতাকে ও একবার দেখান

এর পর আপনার ভোট আপনিই দিন চোর ডাকাত চিনে সিদ্ধান্ত নিন ।

৪৭৫জন ৪৭৫জন
0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ