ভোট কিনি

হিলিয়াম এইচ ই ২৮ এপ্রিল ২০১৫, মঙ্গলবার, ১২:৩১:১১অপরাহ্ন বিবিধ ১৬ মন্তব্য

: ইলিশ কিনতে হইবো অনেকগুলা,
:: কয়টা কিনবেন ভাই?
: ওইটা জায়গামতো মিলামু। পানপাতা কিনতে হইবো অনেকগুলা, জলদি লেখ।এক গাড়ি মিষ্টিকুমড়া, পান আর মূলা।
:: ভাইজান মগ?
: না মগ না, মগে বেশি মাল লাগবো। তার চেয়ে গ্লাস লেখ।
:: গ্লাস কি কিনবেন?
: এতকিছু কিন্না পোষাইবো না। ভাড়া করমু।

আমি পাঞ্জাবী পড়া লোকটার দিকে আড়চোখে তাকালাম। চোখে সানগ্লাস, হাতে আইফোন। সাথে তার আনুগত্য লোক। লোকটা আমার দিকে তাকালো, সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল। সন্দেহজনক মনে হচ্ছে। লোকটা ভোট কেনা বেচাঁ করছে না তো!!! কিছু ভোট কিনবেন আবার লোক ভাড়া করার কথাও বলছেন!!

: তারাতারি লেখ।
:: ভাইজান মোড়া?
: মোড়া চেয়ার টেবিল ভাড়া করমু, কয়েক শ তো লাগবোই। আর কতগুলা বাস। আর ঘুড়ি দিয়া এক্কেবারে ছাইয়া ফেলমু।

লোকটা মোটেও সুবিধার মনে হচ্ছে না। সে ঢাকা উত্তর আর দক্ষিণে কার জন্য কয়টা ভোট কিনবেন তার লিস্ট করছেন। একই সাথে অনেকগুলো প্রার্থীর!!! যেমন তেমন লোক না, এক্ষুণি পুলিশে দেয়া উচিৎ।

: শোন, এইহানে অনেক ভীড়, এহানে এতোক্ষণ থাকন ঠিক হইবো না। চল কাইট্টা পড়ি।

আমার সন্দেহ তীব্র থেকে তীব্রতর হল। লোকটাকে পুলিশে দেয়া এখন আমার কর্তব্য হয়ে দাড়িয়েছে। আমি তার পিছু নিলাম। সেও সন্দেহের দৃষ্টি তে আমার দিকে তাকায়। আমি মোবাইল বের করলাম, পুলিশকে কল করবো।

কিন্তু এ কি! সে একটা কাচাঁবাজারে ঢুকছে কেন? তার মানে পুরো গ্রুপ ওই চিপায়?? আমিও তার পিছু নিলাম, আজকে একটা না একটা কিছু করতেই হবে। লোকটা সোজাসুজি মাছ বাজারে ঢুকলো।

: ইলিশ কত কইরা বেচোঁ??ছোট তো!! কয়ডা আছে তোমার কাছে? ওই তুই দেখতো করিম বাবুর্চি ৩০০ ডা গ্লাস দিতে পারে নাকি! আর পরিষ্কার দেইক্ষা কতডি পান কিনিস।

আমি তো পুরাই তব্দা খেয়ে গেলাম!! সে তো জিনিসপত্র কেনার লিস্ট করতেসিল!! ভোট কেনার না!! ধুর!

৫০৯জন ৫০৯জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ