
তুমি এসেছিলে কোন এক ঘনঘোর সন্ধ্যায়।
আবরণে আবির, ললাটে লালটিপ দূর হতে নবরাগ রঙ্গিনীরূপে।
এসেছিলে কোন এক গোধূলির শ্যাম বিলাসিনী করবী ফুলের সুগন্ধি মেখে।
এসেছিলে ষোড়শীরূপে।
তখন পুরো পাড়ায় পাড়ায় চলছে বসন্তের মরসুম। চারদিকে ঝরে পড়ে আছে হরিলুটের মতো শুকনো পাতার দল। মাঝেমধ্যে সীমানা পেরিয়ে আসে তোমার ভেজা চুলের পারিজাত সুগন্ধি।
সে সুগন্ধিতে রয়েছে মাদকীয় ঘ্রাণ।
সন্ধ্যার আলো গাঢ় হলে পূর্বাকাশে পূর্ণিমারচাঁদ জলকেলিতে মত্ত হয়ে ওঠে।
একে একে সবাই আলোতে সন্ধ্যা মাখে।
গোষ্ঠে ফেরারি রাখালিয়া বাঁশির ধ্বনিতে রমণীগণ উন্মাদের মতো ছুটে চলে।
বসন্তের দক্ষিণা হাওয়ায় ঢেউ খেলে যমুনার নীর।
সে ঢেউয়ের নীরে কত শিমুল, পলাশ ভেসে বেড়ায়।
সেসবে হারিয়ে যায় আমাদের কত ছেলেবেলার স্মৃতি।
বাড়ে পৃথিবীর ব্যস্ততা।
তুমি তার খোঁজ রাখো না।
তুমি চাইলে তো খোঁজ নিতে পারো।
বরং আমায় ব্যস্ততায় রেখে, মধ্যরাতের ষোড়শী সেজে তুমি অন্যের ঠোঁটে চুম্বন খাও।
রাখো আমায় শতাব্দীর পর শতাব্দী ভুলের মোহে।
কখনো বা অভিমানের অমানিশায়।
.
ছবিঃ সংগৃহীত।
১০টি মন্তব্য
পপি তালুকদার
অপূর্ব এক অনুভূতি প্রকাশ।ভালো লাগলো।
প্রীতি ও শুভেচ্ছা রইল।
প্রদীপ চক্রবর্তী
আপনার ভালো লাগা আমার অনুপ্রেরণা।
ধন্যবাদ আপনাকে।
জিসান শা ইকরাম
কি আর করা!
সেই তুমি আর নেই তুমি,
থাকুক সে তার মত।
লেখা ভালো হয়েছে।
প্রদীপ চক্রবর্তী
হ্যাঁ, সে থাকুক তার মত করে।
.
প্রাপ্তি ধন্য।
সাধুবাদ,দাদা।
তৌহিদ
মোহে ভালোবাসা হয়না। মোহ কেটে গেলে সব নিস্প্রান হয়ে যায়। ভালো লিখেছেন দাদা।
শুভকামনা জানবেন।
প্রদীপ চক্রবর্তী
সত্যিই মোহে ভালোবাসা হয় না!
ভালো বলেছেন, দাদা।
.
ধন্যযোগ।
সুপর্ণা ফাল্গুনী
আপনার শব্দ উপমায় কবিতা যেন দারুন মহিমান্বিত হয়ে যায়। খুব খুব ভালো লাগে শব্দের চমৎকার অলংকরণ। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
প্রদীপ চক্রবর্তী
আপনারা অনুপ্রেরণা দেন বলে।
আপনার ভালোলাগা আমার প্রাপ্তি।
.
ভালো থাকুন , দিদি।
আরজু মুক্তা
ষোড়শীর এমন কাণ্ড কারখানা আর বরদাস্ত করা হবে না।
শেষের লাইন ৪ টি অনবদ্য।
শুভকামনা
প্রদীপ চক্রবর্তী
একদম!
অজস্র ধন্যবাদ ও শুভেচ্ছা, দিদি।