ঘুমাতে ঘুমাতে আমি ক্লান্ত হই
তখন আমার ঘুম ভেঙ্গে যায়
কিন্তু থেকে যায় ঘুমের নেশা
আমি চোখ খুলতে পারি না
বুঝতে পারি না আমি জীবিত না মৃত
তখন আমার শীত করে না
শোষণ করা উষ্ণতা বা শিশিরের শব্দ
আমাকে স্পর্শ করে না
আমি মৃতবৎ বা অভিশাপে পাথর
হয়ে যাওয়া মূর্তির মত চেতনাহীন তখন
শুধু শ্রাবনের কালো মেঘের মত
হঠাৎ উড়ে আসা একটা ভেজা অনুভতি
আমাকে গ্রাস করে রাহুর মত
আমি বুঝতে পারি তোমাকে
“ভীষণ মিস করছি” ।।
এক সময়ে কবিতা লেখার চেষ্টা করতাম। তার প্রমাণ এখনো পাই ফেসবুক ওয়াল ঘাটলে। হয়ত এটা আমারই লেখা,হতে পারে অন্য কারো,আমি কপি পেস্ট করেছি। তবে যাই হোক লেখাটা আমার ভালো লেগেছে। মাঝে মাঝেই আমি মিস করি। কাকে করি জানি না,বাট করি। সত্যিই করি।
৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
যাক অবশেষে কবিতা লেখার শানেনজুল পাওয়া গেল,
বেশি করে মিস করুন, আমাদের জন্য আরও কবিতা লিখুন।
নিহারীকা জান্নাত
মিস করা ভালো নয়।
খুঁজে আনুন তাকে।
বায়রনিক শুভ্র
যে যায়, সে কি আর ফরে আসে?
জিসান শা ইকরাম
মিস করা ভালো,
মিস করলেই কবিতা বের হয় 🙂
বায়রনিক শুভ্র
হ্যা, ঠিক বলেছেন।
আবু খায়ের আনিছ
স্বার্থপর পাঠক, মিস করুন বেশি বেশি তাহলে কবিতাও পাবো বেশি বেশি।
শুন্য শুন্যালয়
শুধু ঘুম ভাঙ্গলেই মিসামিসি?
একসময়ের কবি এখন বিশ্বকবি আই মিন বিশ্বপ্রেমিক হয়েছে। কবিতাচর্চা আবার শুরু করলে মন্দ হয়না। ভালো ছিলো লেখাটা।
মৌনতা রিতু
ঘুমের নেশা থেকে যাওয়া ভাল। ঘুম ঘুম চোখে স্বপ্নরা আসে ডানা মেলে।
ভাল কুবিতা লেখেন। লিখততে থাকুন।
নীলাঞ্জনা নীলা
মিস শব্দের বাংলা কি?
তবে কবিতা ভালো হয়েছে।