
মৌ মাছির মতো ভাল থাকো
প্রজাপতির মতো রঙ ছড়াও-
সূর্য স্নানে ঘাস ফুলের মতো হাস!
লজ্জাবতীর মতো লাজুক থাকো;
তারপর ঝর্ণার মতো মেঠো পথে হাঁট-
আকাশের মতো কালমেঘ মুক্ত হও!
আর সবুজ দিগন্তের মাঠে, দৃষ্টি রাখ-
সোনা সফলের মতো মন ভাবনায় ভাব
বিচক্ষণ কাল ফিঙের মতো বিচরণ করো-
শান্ত পায়রার মতো দোয়েলের গান গাও।
১৬চৈত্র ১৪২৮, ৩০মার্চ ২২
৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
কবির ইচ্ছা পুর্ণ হোক। ভালো লাগলো প্রিয়।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা
ভালও সুস্থ থাকবেন———
ফয়জুল মহী
নতুনত্ব পেলাম, প্রবহমান সুন্দর প্রকাশ।
আকাশছোঁয়া গভীর ভাব প্রকাশ।
আলমগীর সরকার লিটন
জি কবি মহী দা
পাঠে অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন——-
বোরহানুল ইসলাম লিটন
তবে তো জীবন স্বর্গবাসীর তুল কবি দা!
সুন্দর কাব্যিকতায় ভীষণ মুগ্ধতা রইল।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
আলমগীর সরকার লিটন
হু সঠিক কথা আমরা ত স্বর্গ নিয়ে ভাবী
ভাল ও সুস্থ থাকবেন কবি দা——–
হালিমা আক্তার
এমন জীবন যদি যায় গড়া। থাকে কি কোন দৈন্যতা। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু
সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-