
হ্যালো সোনেলার ব্লগারগণ, কেমন আছে সবাই? এ ক’দিন প্রচন্ড মিস করেছি আপনাদের। নিজের প্রাণভোমরা লুকিয়ে আছে সোনেলার যে উঠোনে সেখানে একদিন বিচরণ করতে না পারলে কিছুই ভালো লাগেনা। অনেক লেখা পড়েছি, অনেকের লেখা পড়ার সময় পাইনি। তবে পড়বো এখন থেকে।
আগামীকাল থেকে কঠোর লকডাউনে সবকিছু বন্ধ, আবার অনেক কিছুই খোলা। গতবার লকডাউনে হাস্যরসাত্মক অনেক কান্ড ফেসবুক ভিডিওতে দেখেছি, হয়তো এবারেও দেখতে পাবো।
তবে কতটা কঠোর হবে তা কাল না এলে বোঝা যাচ্ছেনা। উৎসুক আমজনতা লকডাউন দেখতে বের হচ্ছে এর নজীর যেমন আছে, আবার আর্মি মাস্ক ছাড়া জটলা পাকানো পিপলদের লাঠি নিয়ে দাবাড় দিচ্ছে সে দৃষ্টান্তও আছে।
গত একমাস আমের পিছনে যথেষ্ট পরিশ্রম গিয়েছে। সবাইকে সুন্দরমতন আম পৌঁছাতে পেরেছি এটাই শান্তির বিষয়। অনেকে মনঃক্ষুণ্ণ হয়েছেন, তাদের কাছে ক্ষমাপ্রার্থী। জেনে রাখবেন আমার চেষ্টার কমতি ছিলোনা।
কয়েকদিন থেকে জ্বর-সর্দি খুব ভোগাচ্ছে। প্রথম আমি আক্রান্ত হয়েছি, এরপরে দুদিনের ভিতরে বাসার সবাই। ভাইরাল ফ্লু হতে পারে আবার করোনা পজিটিভও হতে পারে। লকডাউনে টেস্ট করাতেও যেতে হবে। আমার বাইরে বের হবার পাস হচ্ছে অফিসের আইডি। তবে আর্মি রাস্তায় থাকবে, তাই আটকাতেও পারে। এটা নিয়ে কিছুটা চিন্তায় আছি।
করোনা পজিটিভ হলেও হাসিখুশি থাকতে হবে। বাংলাদেশে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট আক্রান্তের হার অনেক। আপনি আক্রান্ত হলে বুঝতেই পারবেন না। সাধারণ জ্বর-সর্দি, হালকা গায়ে ব্যাথা এর লক্ষণ। সুস্থ হলে সাতদিনেই হয়ে যাচ্ছেন অনেকেই আর কেউ ভালোমতো আক্রান্ত হলে চার-পাঁচদিন পরে শ্বাসকষ্ট শুরু হতে পারে। তাই জ্বর-সর্দি দু’দিনের বেশী হলেই করোনা টেস্ট করাবেন অবশ্যই।
আমাদের বাসার পাশে পার্ক আছে। আমি ঠিক করেছি, সমস্ত দুশ্চিন্তা বাদ দিয়ে খোলামেলা পার্কের ট্রি-হাউজে এই সাতদিন আরামছে দিন পার করবো। রিক্সা না পেলে পার্কে হেঁটেই চলে যাবো। সাথে থাকবে ক্যামেরা, মোবাইল আর কিছু বই।
সারাদিন ট্রি হাউসে বসে রাস্তায় লকডাউন দেখবো। ছবি ক্লিক করবো, ফেসবুক আর ব্লগে দিন পার করবো। ক্ষুধা পেলে ট্রি হাউস থেকে এক চিক্কুর দিলেই বাসা থেকে খাবার দিয়ে আসবে। বিকেল বেলা টুক করে নেমে হাঁটতে হাঁটতেই বাসায় ফিরে আসবো।
সবাই সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। দোয়া করবেন সকলে।
১৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
ভালো ছিলাম আমি, আমরা।
মনে শক্তি রাখুন, বাসার সবার করোনা টেস্ট করাবেন অবশ্যই।
আল্লাহ দ্রুত সবার অসুস্থতা কমিয়ে দিবেন আশাকরি।
মন প্রফুল্ল রাখতে ট্রি হাউজে বসে থাকা যায় 🙂
শুভ কামনা।
তৌহিদুল ইসলাম
সকলের অবস্থা স্ট্যাবল এখন পর্যন্ত ভাই। দোয়া রাখবেন। আপনারাও সাবধানে থাকবেন।
শুভকামনা রইলো।
আরজু মুক্তা
আমরা ভালো। মনে শক্তি রাখুন। আল্লাহ ভরসা।
ট্রি হাউস দেখতে যাবো একদিন।
আল্লাহ সবাইকে হেফাজত করুন।
তৌহিদুল ইসলাম
ইনশাআল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই আসবেন আপু। দোয়া রাখবেন।
শুভকামনা জানবেন।
সাবিনা ইয়াসমিন
আপনাকে মিস করেছি তৌহিদ ভাই, তবে জানি আপনি ব্যস্ততা পেরিয়ে ফিরবেন, এখানেই।
আপনার ও আপনার পরিবারের সবার জন্য দোয়া রইলো, ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা সবাইকে সুস্থ স্বাভাবিক রাখবেন।
ভালো থাকবেন, সাবধানে থাকবেন।
শুভ কামনা 🌹🌹
তৌহিদুল ইসলাম
সোনেলাকে ছেড়ে থাকতে খুবই কষ্ট হয় আপু। কিন্তু জীবিকার তাগিদেও ছুটতে হয় আমাদের।
আপনার আপু বেশ অসুস্থ, বাকী সবাই স্ট্যাবল অবস্থায় আছি। দোয়া রাখবেন সকলের জন্য।
শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
ঈশ্বর সবাইকে সুস্থ করে দিক। ব্যস্ততা শেষে ফিরে আসবেন এই সোনেলার উঠোনে সেটা আমরা জানি। স্বাগতম আপনাকে নতুন উদ্যমে ফিরে আসার জন্য। লকডাউন দেখুন আর মানুষের অনিয়ম দেখুন নিজে কিন্তু অবশ্যই সাবধান থাকবেন এসব ঝামেলা থেকে। নিয়মিত লিখুন এবার থেকে। অফুরন্ত শুভকামনা রইলো
তৌহিদুল ইসলাম
সোনেলাকে ছেড়ে থাকতে চাইলেও পারা যায়না আপু। কিছুটা ব্যস্ততা আছেই। মিস করেছি আপনাদের সকলকেই।
সকলে সাবধানে থাকবেন। শুভকামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
আপনাকে অনেক মিস করেছি। তবে ফেবুতে দেখতাম খুব ব্যস্ত। আল্লাহ খুব তারাতারী আপনাকে সুস্হতা দান করুন এই দোয়া করি। রেষ্ট নিন তারপর নবউদ্দোমে শুরু করুন।
অনেক অনেক শুভ কামনা।
তৌহিদুল ইসলাম
আপনাদের সকলকেই সোনেলাকে আমিও মিস করেছি আপু। গত একমাস প্রচন্ড ব্যস্ততা গেলো। আপনারা ব্লগটাকে যত্নে রেখেছেন দেখে খুবই ভালো লাগছে। একটু সুস্থ হলেই নিয়মিত আসবো ইনশাআল্লাহ।
শুভকামনা সবসময়।
ছাইরাছ হেলাল
ব্যাপার-না, আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে।
তবে ট্রিহাউজ চমৎকার ভাবনা।
অপেক্ষা করি সেখানে থেকে কী কী পাই, তা দেখার জন্য।
তৌহিদুল ইসলাম
এখন পর্যন্ত স্ট্যাবল আছি সকলেই তবে শবনমের অবস্থা একটু ক্রিটিকাল ভাই। লাংস ইনফেকশন হয়েছে। দোয়া রাখবেন।
প্রতিদিন ছবি ক্লিক করছি প্রচুর। ছবিব্লগে দেবো ইনশাআল্লাহ। শুভকামনা রইলো ভাই।
হালিমা আক্তার
আল্লাহ ভরসা। মনে শক্তি রাখুন। আল্লাহ সকলকে হেফাজতে রাখুন। শুভ কামনা।
তৌহিদুল ইসলাম
আল্লাহ কবুল করুন। আমীন।