ভালোবাসা ভালোবাসা

প্রদীপ চক্রবর্তী ১৪ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ১২:২৮:৪০অপরাহ্ন শুভেচ্ছা ৮ মন্তব্য

ভালোবাসা সৃষ্টি হয় পরিবার থেকে,
তারপর অন্যত্র।
আসুন প্রথমে নিজের পরিবারের ভালোবাসাকে আঁকড়ে ধরি। এই ধরাতে ভালোবাসার আধার হচ্ছে মমতাময়ী মায়ের মাতৃস্নেহ। সকলকিছুর বিনাশ আছে কিন্তুু মাতৃস্নেহ অতুলনীয়,যার কোন বিনাশ নেই।
ভালোবাসা দিবসে অকৃত্রিম ভালোবাসা জ্ঞাপন করছি গর্ভধারীনি মাতা,দেশমাতা,জন্মদাতা পিতা। তার সাথে অকৃত্রিম ভালোবাসা জ্ঞাপন করছি ভাতৃমন্ডলীগণ ও ভগিনীমন্ডলীগণকে।
অকৃত্রিম ভালোবাসা জ্ঞাপন করছি পৃথিবীর সকল সম্প্রদায়কে। আমরা যেন সবাই ভাতৃত্ববোধ মনোভাব নিয়ে একত্রিত হয়ে বসবাস করতে পারি।
নিবেদিত প্রাণে অকৃত্রিম ভালোবাসা জ্ঞাপন করছি অনাহারেরক্লিষ্ট শিশু গুলোকে যাহারা রাস্তার দ্বারে দ্বারে
একান্ত ভাবে বসে আছে দুমুঠো অন্য পাওয়ার আশায়। শুধু ভালোবাসা দিবসে নয়,প্রতিনিয়ত প্রত্যেকের সাথে ভালোবাসার আলিঙ্গনে আমরা সবাই নিজেকে আবদ্ধ করি।
সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে অকৃত্রিম ভালোবাসা জ্ঞাপন করছি। আমরা যেন সবাই হানাহানি ছেড়ে জাতিতে জাতিতে এক ঐক্যবদ্ধ ভাতৃত্ববোধ গড়ে তুলি।
ভালোবাসা শুধু ভালোবাসা দিবসে নয় প্রতিনিয়ত ভালোবাসায় নিজেকে আবদ্ধ করতে হবে,তা হলে ভালোবাসার পূর্ণতা আসবে।
বসন্তের কোকিল কুহুতানে,রাগে অনুরাগে ভালবাসা ছোঁয়ে যাক বসন্তের মাতাল সমীরণে।

ভালোবাসা হউক বিশ্বমানবতার।

৬৮৪জন ৬৪৪জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ