
কেউ একজন ভালবাসবে বলে নিজেকে সাজিয়ে রেখেছিলাম টিএসসি চত্বরে, শাহবাগের মোড়ে, পার্কের বেঞ্চে।
সবাই কেবলি তাদের ভালোবাসার মানুষ এনে উদরপূর্তি ভালোবেসে, পরিপৃপ্তির ঢেকুর ফেলে গেছে আমার সামনে।
কেউ একটু ভালবাসেনি আমাকে ভাবতে চায়নি আমাকে নিয়ে ।ভুলে গেছে সবকিছু প্রিয় মানুষ কাছে পেয়ে।
তোমাদের এই ভালোবাসা দেখে আমার বুঝি কষ্ট হয় না। আমার বুঝি কোন কিছু অনুভূত হয় না, আমার বুঝি খারাপ লাগে না।
তোমাদের ভালবাসার এই বদন্যতা দেখে আমার প্রেমিক হওয়ার সাধ জাগে ।ভালোবাসার রঙে রাঙিয়ে তুলতে ভালো লাগে।
আমারি বুকে তোমরা কত সব ভালোবাসা চাষ করো অথচ আমার প্রেমের চারাই কোনদিন অঙ্কুরোদগম হয় না
২১টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার এক অনুভূতির ছোয়া কবি
অনেক শুভেচ্ছা রইল—————
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসা না পাওয়ার বেদনা এতো সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যে খুব ভালো লাগলো। নিরাপদে থাকুন সুস্থ থাকুন
নিরব সাগর
দুঃসময় কে ভাল লাগানো প্রয়াস আর কি প্রিয়
ফয়জুল মহী
চমৎকার লিখেছেন
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
সুরাইয়া পারভীন
আহারে! বিরহী প্রেমিকের না পাওয়া বিরহ ঝরে ঝরে পড়ছে প্রতিটি শব্ধে। ভালো লিখেছেন
নিরব সাগর
কি আর করবেন প্রিয় লেখিকা । মনকে মিথ্যা সান্তনা দেওয়ার প্রয়াস ।
রোকসানা খন্দকার রুকু।
**আমারি বুকে তোমরা কত সব ভালোবাসা চাষ করো অথচ আমার প্রেমের চারাই কোনদিন অঙ্কুরোদগম হয় না।***
আহারে প্রেম!!!!!
নিরব সাগর
না পাওয়ার দুঃখ এমন হয় প্রিয়
সুপায়ন বড়ুয়া
“আমারি বুকে তোমরা কত সব ভালোবাসা চাষ করো অথচ আমার প্রেমের চারাই কোনদিন অঙ্কুরোদগম হয় না “
ব্যর্থ প্রেমের ইতি কথা আর কতকাল শুনবো
আসুন সবাই এক হয়ে যাই মিলন মালা গাঁথব
ভাল লাগলো। শুভ কামনা।
নিরব সাগর
আমরা তো একই সুতায় গাঁথা প্রিয়
ইঞ্জা
নিরব ভাই আপনাকে অনুরোধ করবো ব্লগে কবিতা ছাড়াও অন্যান্য বিষয় নিয়ে লিখুন, এতে ব্লগের সৌন্দর্য্য বৃদ্ধি পাবে।
নিরব সাগর
ধন্যবাদ ভাই, খুব ভাল বলেছেন। এখন থেকে চেষ্টা করবো আর কিছু বিষয়ে লেখার।
ইঞ্জা
ইনশা আল্লাহ
শামীম চৌধুরী
বহু চত্বরের নাম শুনেছি। আপনার লেখায় ভালবাসার চত্বর নামটার সঙ্গে নুতন করিয়ে পরিচয় করিয়ে দিলেন। শুভ কামনা রইলো।
নিরব সাগর
এইটা একান্ত আমার বানানো তো, তাই কেউ জানে না।নতুন কিছু পরিচয় করে দিতে পেরে ভাল লাগছে।
খাদিজাতুল কুবরা
বেশ সুন্দর কবিতা লিখেছেন।
আশা করছি খুব শীগ্রই আমরা প্রণয় কাব্য পড়তে পারবো।
নিরব সাগর
সার্থকতার উপর নির্ভর করছে প্রনয়ের। আমি তো অধির অপেক্ষায় থাকি কিছু একটা প্রনয়ের জন্য।
কমলিনী
একান্ত অনুভূতির কথামালা… ভালো লাগলো….
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়