সময়ের পরিক্রমায় বয়সের ভারে,
ন্যুব্জ হয়ে গেছে অনেক কাঙ্ক্ষিত স্বপ্নরা।
চাইলেও ওরা আর মাথাচাড়া দিয়ে উঠতে পারে না,
পারে না নব উদ্যমে অপরূপ সাজে সাজতে/সাজাতে।

এই ন্যুব্জ হওয়া স্বপ্ন দিয়ে কি করে হবে ভালোবাসার চাষাবাদ বলতে পারো!

ভালোবাসা নাঙা পায়ে একরাশ স্বপ্ন নিয়ে,
রঙিন প্রজাপতির মতো যেদিন উড়েছিল-
বিচরণ করেছিল তোমার উঠানে।

সেদিন তুমি ফিরে তাকাওনি, ছুঁয়ে দাওনি আলতো স্পর্শে
বরং বার বার উপেক্ষা করেছো, অবহেলা/অবজ্ঞা করেছো,

দুমড়ে মুচড়ে একটু একটু করে মেরে ফেলেছিলে মন।
এই মরে যাওয়া মন নিয়ে কি করে গড়বে ভালোবাসার পৃথিবী বলতে পারো!

এই যে এখন ভালোবাসার জন্য বৃথা আস্ফালন
একটু ভালোবাসা পাবার আশায় উদগ্রীব-
অধীর ব্যাকুল হৃদয়, মন ও মনন

ভালোবাসার জন্য বদলে যাও
বদলে ফেলো নিজের আদল,
হয়ে ওঠো নৃশংস নিকৃষ্টতম!

ভালোবাসা চাও যে কোনো উপায়ে,
অধিকার ফলাতে শুরু করো ।

কখনও কি শুনেছো ভালোবাসা অধিকার করা যায়?
জোর করে আঁকা যায় স্বপ্ন?

তবে কেন এই নৃশংসতার বীজ করছো বপন!
ভুলে যাও জোর করে ভালোবাসা অধিকার করবে,

যদি পারো ভালোবাসা অর্জনের চেষ্টা করো।

বিঃদ্রঃ মাথাসহ চোখের ব্যথাটা প্রচণ্ড বেড়ে গেছে। আলো প্রায় অসহ্য লাগছে।
এই পরিস্থিতিতে মোবাইল, ল্যাপটপ, ট্যাব থেকে  যতোটা সম্ভব দূরে  থাকতে হবে।

ভালো থাকুন সবাই। দ্রুত ফিরে আসবো ইনশাআল্লাহ

৬৪৪জন ৫৪৭জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ