
সময়ের পরিক্রমায় বয়সের ভারে,
ন্যুব্জ হয়ে গেছে অনেক কাঙ্ক্ষিত স্বপ্নরা।
চাইলেও ওরা আর মাথাচাড়া দিয়ে উঠতে পারে না,
পারে না নব উদ্যমে অপরূপ সাজে সাজতে/সাজাতে।
এই ন্যুব্জ হওয়া স্বপ্ন দিয়ে কি করে হবে ভালোবাসার চাষাবাদ বলতে পারো!
ভালোবাসা নাঙা পায়ে একরাশ স্বপ্ন নিয়ে,
রঙিন প্রজাপতির মতো যেদিন উড়েছিল-
বিচরণ করেছিল তোমার উঠানে।
সেদিন তুমি ফিরে তাকাওনি, ছুঁয়ে দাওনি আলতো স্পর্শে
বরং বার বার উপেক্ষা করেছো, অবহেলা/অবজ্ঞা করেছো,
দুমড়ে মুচড়ে একটু একটু করে মেরে ফেলেছিলে মন।
এই মরে যাওয়া মন নিয়ে কি করে গড়বে ভালোবাসার পৃথিবী বলতে পারো!
এই যে এখন ভালোবাসার জন্য বৃথা আস্ফালন
একটু ভালোবাসা পাবার আশায় উদগ্রীব-
অধীর ব্যাকুল হৃদয়, মন ও মনন
ভালোবাসার জন্য বদলে যাও
বদলে ফেলো নিজের আদল,
হয়ে ওঠো নৃশংস নিকৃষ্টতম!
ভালোবাসা চাও যে কোনো উপায়ে,
অধিকার ফলাতে শুরু করো ।
কখনও কি শুনেছো ভালোবাসা অধিকার করা যায়?
জোর করে আঁকা যায় স্বপ্ন?
তবে কেন এই নৃশংসতার বীজ করছো বপন!
ভুলে যাও জোর করে ভালোবাসা অধিকার করবে,
যদি পারো ভালোবাসা অর্জনের চেষ্টা করো।
বিঃদ্রঃ মাথাসহ চোখের ব্যথাটা প্রচণ্ড বেড়ে গেছে। আলো প্রায় অসহ্য লাগছে।
এই পরিস্থিতিতে মোবাইল, ল্যাপটপ, ট্যাব থেকে যতোটা সম্ভব দূরে থাকতে হবে।
ভালো থাকুন সবাই। দ্রুত ফিরে আসবো ইনশাআল্লাহ
১৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
কিছু টাইপিং মিস্টেক হয়েছে। ভালো হয়েছে লেখা। নিজের দিকে খেয়াল রাখুন। এসব রশ্নি খুব খারাপ মাথা ও চোখের জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ফয়জুল মহী
দারুণ ,বেশ । ভালো থাকুন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
“ভুলে যাও জোর করে ভালোবাসা অধিকার করবে,
যদি পারো ভালোবাসা অর্জনের চেষ্টা করো।”
সহমত আপু।
জোর করে ভালোবাসা পাওয়া যায় না
তা অর্জন করতে হয়
ভাল লাগলো। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
আরজু মুক্তা
আপনার সুস্থতা কামনা করছি।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সাবিনা ইয়াসমিন
ক্রমাগত অবহেলা, অনাদর আর উপেক্ষার কাছে ভালোবাসা নামক শব্দটি তার নিজস্বতা হারিয়ে ফেলে। স্বপ্নরা পর্যবাসিত হতে হতে পরিনত হয় ধ্বংস স্তুপে। সেখানে আর কোনো প্রানের স্পন্দন থাকে না।
ভালোবাসা স্বীকার করে স্বীকৃতি দিয়ে পাওয়া যায়না। শর্তের বেড়াজালেও বন্দী হয় না।
অর্জিত হয় জ্ঞান-ধন-জন।
কিন্তু ভালোবাসা হয়ে যায়,
ক্ষয়ে-ক্ষয়ে নিঃশেষ হয়ে যায় নিরন্তর অবহেলায়…
দারুণ প্রকাশ! চমৎকার লেখায় একরাশ মুগ্ধতা সহ ভালোবাসা দিলাম ❤❤
ভালো থাকুন, শিগগির সুস্থ হয়ে উঠুন।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
ওয়াও দারুণ মন্তব্য
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় 💜💜
ভালোবাসা অবিরাম ❤❤
শামীম চৌধুরী
ভালোবাসা অধিকার নয় অর্জন করতে হয়। শতভাগ সহমত। ভালো থাকুন
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদাভাই
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
ভালোবাসা পথ থেকে কুড়িয়ে নেয়া যায় না। চাষ করে ফসল তুলতে হয়।
সুস্থ হয়ে অবশ্যই অবশ্যই ফিরে আসবেন, আসতেই হবে সোনেলার মাঝে।
সুরাইয়া পারভীন
সোনেলা ছাড়া থাকা সত্যিই অনেক কষ্টের। কিছুতেই মন মানছে না। চোখেও সহ্য হচ্ছে না।
বন্দীজীবন আরও দুর্বিষহ হয়ে উঠছে।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
ভাল লাগল ভালবাসার কথামালা
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়