
আমি যখন কিচেনে ব্যস্ত থাকি
তখন কিচেনে কারো প্রবেশাধিকার নেই,
তা জেনেও তুমি পাশেই দাঁড়িয়ে থাকো।
কোমরে গুঁজে রাখা শাড়ির আঁচল টেনে খোলো।
কখনো আবার পিছন থেকে আলতো চেপে ধরো।
দুপুরের ব্যস্ততা শেষে যখন খাবার প্লেট রাখি টেবিলে
তখন তুমি ভাতঘুমকে বিদায় জানিয়ে,
চুপি চুপি পাশে এসে বসো চেয়ার টেনে।
তারপর খাইয়ে দাও নিজের হাতে।
একদিন বলেছিলাম মনে ভুলে,
তুমি না খাইয়ে দিলে তৃপ্তি আসে না কিছুতেই!
বিষণ্ণ বিকেলে যখন কফির মগ হাতে নিয়ে,
সোফায় বসে চোখ রাখি টিভির সিরিয়ালে।
তখন তুমি চেয়ার টেনে সামনে বসো টিভি আড়াল করে।
তারপর বলো চোখে চোখ রাখো।
দেখো সেখানে প্রেমের মুভি চলছে!
সমস্ত দিনের ব্যস্ততা শেষে
যখন ক্লান্ত শরীর এলিয়ে দেই বিছানার বুকে।
তখন তুমি লেখা পড়া ছেড়ে দ্রুত আসো শুতে।
মুখোমুখি শুয়ে চুলে দাও বিলি কেটে।
পরম আরামে যখন দু’চোখ আসে বুজে!
তখন তুমি আলতো করে ঠোঁট ছুঁয়ে দাও কপালে।
আহা! এভাবেই সহস্র সুখের সাথে যাচ্ছে কেটে
তোমার আমার আমাদের ভালোবাসার সংসার।
ছবি-নেট
১৬টি মন্তব্য
বন্যা লিপি
এভাবেই কেটে যাক ভালবাসায় ভালবাসার সংসার।
শুভ কামনা থাকল নিরন্তর❤️❤️
সুরাইয়া পারভীন
হুম এমনি করেই কাটুক
কেটে যাক এই একটা জীবন
অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো আপু❤️❤️❤️
রোকসানা খন্দকার রুকু
দুজনের সংসার এমনই হওয়া উচিত। ভালোবাসাময় সংসার চলুক সবার এমনি করে এই কামনা।
সুরাইয়া পারভীন
একদম ঠিক বলেছেন আপু
চলুন এমনি করেই সংসার 😁😁
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু
ছাইরাছ হেলাল
কল্পলোকের নৌকা পাহাড় পেরোয়, বিনা পালে বিনা বৈঠায়!!
আপনি এত কঠিন লেখা লেখেন ক্যান!! বুঝতে কম্মো-কাবার অবস্থা।
সুরাইয়া পারভীন
গোটা দু চারেক দাঁত গেছেনি😁😁
এটা বেশ কিছু দিন আগের লেখা। এখন আর এই সব কল্পিত কথাবার্তা মস্তিষ্কে ঠাঁই পায় না।
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
হালিমা আক্তার
এভাবেই ভালোবাসার সাগরে ভেসে থাকুক সংসার ভেলা। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় কবি আপু
সুরাইয়া পারভীন
অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকুন সবসময়
আরজু মুক্তা
ঢেউয়ের ভেলায় চাপুক।
সুরাইয়া পারভীন
ভাসুক ডুবুক যা খুশি হোক
তবুও ভেলায় চাপুক
অনেক অনেক ধন্যবাদ আপু
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
এভাবেই কেটে যাক অন্তকাল — আহা! এভাবেই সহস্র সুখের সাথে যাচ্ছে কেটে
তোমার আমার আমাদের ভালোবাসার সংসার।
সুরাইয়া পারভীন
অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনিও সুস্থ আর ভালো থাকুন। শুভ কামনা।
সৌবর্ণ বাঁধন
নারীর মননে যে ভালোবাসার চিত্র আকাংখিত, তাকে নকশী কাথার মতো সহজ তবু অনন্য সুন্দর ভাবে বললেন। যদিও এটা পরিপূর্ণ ভাবে মানব মানবীর জীবনে আসে কিনা সেটার উত্তর হয়তো প্রকৃতিই জানে! তবুও প্রেমের আখ্যানে মন গলেনা এমন মানুষ কমই আছে, হোক না তা সংসারের প্রতি মুহূর্তের আগলানো প্রেম। শুভেচ্ছা জানবেন।