ভালোবাসার দায়

নিরব সাগর ১১ আগস্ট ২০২০, মঙ্গলবার, ০৭:৪৯:২০অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

পৃথিবীতে মানুষকে সকল ক্ষমতা দেওয়া হলেও কারো ভালোবাসা উপেক্ষা করার ক্ষমতা দেয়া হয়নি।

মানুষ একমাত্র ভালোবাসা পাওয়ার আশায় অন্য কারো সামনে নতজানুহয়ে বসতে পারে।

শুধুই ভালবাসার দায়, মানুষ করতে পারে অনায়াসে কদমবুচি হাত দুটি ছুঁয়ে পায়।

মানুষ জীবনে কেবলি ভালোবাসার কাছে অসহায় ,ভালোবাসার কাঙাল, ভালোবাসার দাস।

তাই কেউ কখনোই কারো ভালোবাসা উপেক্ষা করতে পারেনা, ভালোবাসা  অস্বীকার করতে পারেনা।

সেই প্রকাশভঙ্গি একেক জনের একেক রকম হতে পারে কেউ সূর্যের নেয় আবার কেউ বা চাঁদের নেয়।

অনেকেই আবার ঐ দূরাকাশের অস্পষ্ট তারার মত যা কিনা সাধারণ ভাবে দেখা না গেলেও তবু সে জ্বলতে থাকে।

এই স্বীকারুক্তি হয় তো অনেক সময় অপ্রকাশ্য থাকতে পারে। লোক চক্ষুর অন্তরালে থেকে যেতে পারে।

২৫/০৭/২০২০ খ্রিঃ

৯৪৪জন ৭৪১জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ