
পৃথিবীতে মানুষকে সকল ক্ষমতা দেওয়া হলেও কারো ভালোবাসা উপেক্ষা করার ক্ষমতা দেয়া হয়নি।
মানুষ একমাত্র ভালোবাসা পাওয়ার আশায় অন্য কারো সামনে নতজানুহয়ে বসতে পারে।
শুধুই ভালবাসার দায়, মানুষ করতে পারে অনায়াসে কদমবুচি হাত দুটি ছুঁয়ে পায়।
মানুষ জীবনে কেবলি ভালোবাসার কাছে অসহায় ,ভালোবাসার কাঙাল, ভালোবাসার দাস।
তাই কেউ কখনোই কারো ভালোবাসা উপেক্ষা করতে পারেনা, ভালোবাসা অস্বীকার করতে পারেনা।
সেই প্রকাশভঙ্গি একেক জনের একেক রকম হতে পারে কেউ সূর্যের নেয় আবার কেউ বা চাঁদের নেয়।
অনেকেই আবার ঐ দূরাকাশের অস্পষ্ট তারার মত যা কিনা সাধারণ ভাবে দেখা না গেলেও তবু সে জ্বলতে থাকে।
এই স্বীকারুক্তি হয় তো অনেক সময় অপ্রকাশ্য থাকতে পারে। লোক চক্ষুর অন্তরালে থেকে যেতে পারে।
২৫/০৭/২০২০ খ্রিঃ
১৬টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
খুব চমৎকার একটা লেখা। ভালো লেগেছে। ধন্যবাদ।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
ফয়জুল মহী
দুর্দান্ত সাবলীল ও সুন্দর উপস্থাপন ।
নিরব সাগর
অনুপ্রেরণা পাই প্রিয়
সুপর্ণা ফাল্গুনী
খুব সুন্দর আর সত্য কথা বলেছেন। ভালোবাসার জন্য মানুষ অনেক কিছুই করতে পারে। অনেক দিন পর আপনার লেখা পেলাম। খুব ভালো লাগলো ভাইয়া। শুভ কামনা রইলো
নিরব সাগর
মনে রেখেছেন তাহলে। আমারো খুব ভালো লাগলো প্রিয়।
রেজওয়ানা কবির
ভালোবাসার সুন্দর বহিঃপ্রকাশ।
নিরব সাগর
আপনাদের অনুপ্রেরণায় এই পথচলা।
আলমগীর সরকার লিটন
ভালবাসা এমন একটি জিনিস কেউ বাঁধা দিতে পারে না
আমার ভালবাসা আমি বেসেই যাব——-চমৎকার কবি দা
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
সুপায়ন বড়ুয়া
যুদ্ধ বিগ্রয় আর মান অভিমান
আর জোড় করে যা আদায় করা যায় না।
ভালবেসে তাই জয় করা যায়।
ভাল লাগলো। শুভ কামনা।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়জন
আরজু মুক্তা
ভালোবাসা দিয়ে তাজমহলও গড়া যায়
নিরব সাগর
আরো অনেক কিছু করা যায় প্রিয়
সাবিনা ইয়াসমিন
মানুষ ভালোবাসার কাছে অসহায়। আবার সবার ভালোবাসা গ্রহনীয় নয় বলেই উপেক্ষা করা জরুরী হয়ে পড়ে। কারণ ভালোবাসা গ্রহণ এবং বর্জন দুটোই মনের বিষয়। এখানে জোর খাটানো যায় না।
সুন্দর লিখেছেন। নিয়মিত লিখুন।
শুভ কামনা 🌹🌹
নিরব সাগর
শুভেচ্ছা নিবেন প্রিয়