
তুমি আমায় ভালবেসে আবৃত্ত রেখো ~
আমি তোমায় নতুন পৃথিবী দিবো, স্বপ্নে সাজানো ~
পাখি ডাকা নির্মল শুভ্র রাঙা প্রভাত ~
বর্ণালী বিকেল, আলপনায় সাজানো গোধলী ~
তারার ঝিলমিল আকাশ, মাধুরী ছড়ানো জোছনা ~
জোনাক পোঁকার মেলা, মেঘের লুকোচুরি চাঁদ ~
নিস্তব্ধ রাত, প্রাণে মোহন সুর ~
শুক তারার মিতালী, রাত জাগা পাখির কুহেলী ~
শিউলী ঝরা ভোর, শিশির ভেজা ঘাসের উষ্ণতা ~
প্রান্তিক সব আয়োজন তোমার প্রতিদানে ~
শুধু এ টুকু চাই, তনু মন প্রাণে ~
ভালবেসে তুমি আমায় আবৃত্ত রেখো ।
২৩টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
আল্লাহ মেহেরবান। সুন্দর একটি কবিতা। মনের গভীরে হৃহয়ের চাওয়া পুর্ন হবেই। ভালবাসা য় ভালবাসা মেলে। শুভেচ্ছা রইল সোনেলার। নিয়মিত লিখুন আর অন্যের ল্বখাও পড়্যন। ভাল লাগবে। ইন শাল্লাহ।
কামরুল ইসলাম
ধন্যবাদ
আপনার মূল্যবান মন্তব্যে অনুপ্রাণিত হলাম
মনির হোসেন মমি
দারুণ একটা রোমান্টিক কবিতা নিয়ে সোনেলা মুল সাইটে শেষ পর্যন্ত আসতে পারলেন। অভিনন্দন এবং শুভ কামনা জানাই। গ্রুপে আপনি বেশ সক্রীয় ছিলেন দেখেছি।আজ যখন শুভ কামনা হল ব্লগে তখন প্রথমে কিছু পরামর্শই দেব কিছু মনে করবেন না প্লিজ। নীতিমালা একটু কষ্ট করে পড়বেন। আর পোষ্টে
ভালবেসে তুমি আমায় আবৃত রেখো ~~~
~~~~~ কামরুল ইসলাম ~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এ রকম লেখার প্রয়োজন নেই।তাতে পোষ্টটি দেখতে খারাপ লাগে।আপনি যখন ব্লগে পোষ্ট করেছেন তখন ব্লগেই আপনার শিরোনাম সময় ইত্যাদি এসে যায়। সবের আর প্রয়োজন নেই।
ধন্যবাদ
কবিতার মতই ভালবাসুন প্রিয়জনকে ভালবাসুক আপনাকে- আজ এই পর্যন্তই। শুভ ব্লগিং।
কামরুল ইসলাম
শিরোনাম তো দিতে হচ্ছে বক্সে,
কবিতার জায়গায় শিরোনাম না লিখলে ও চলবে, এই তো?
আজ আমার অভিষেক, সহ যোগিতাই আশা করছি
মনির হোসেন মমি
অবশ্যই ভাইয়া। ব্লগের যে কোন বিষয়ে যাষ্ট নক করবেন আমরা আছি। প্রয়োজনে গ্রুপেও পোষ্ট করতে পারেন তাতে অন্যরাও জেনে উপকৃত হবেন। ধন্যবাদ শুভ ব্লগিং।এ পোষ্টের চব্বিশ ঘন্টা পেরুলে আপনি আরেকটি পোষ্ট করার সুযোগ পাবেন।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
জিসান শা ইকরাম
সোনেলার উঠোনে স্বাগতম আপনাকে।
অত্যন্ত আবেগ ময় প্রকাশ,
আবৃত না রেখে উপায় আছে?
ভালো লেগেছে কবিতা।
নিয়মিত লেখুন, অন্যের লেখা পড়ুন।
শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ
আপনার মূল্যবাদ মন্তব্যে অনুপ্রাণিত হলাম
সাবিনা ইয়াসমিন
সোনেলা ব্লগ পরিবারে আপনাকে স্বাগতম। অবশেষে সোনেলা উঠোনে আপনাকে দেখে খুশি হয়েছি। লিখুন মনের ইচ্ছেমত, সবার সাথে মিলেমিশে একাত্ম হয়ে যান।
শুভ কামনা 🌹🌹
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
তৌহিদ
সোনেলায় স্বাগতম ভাই। আশাকরি এখানে বিচরণ করে আপনার ভালো লাগবে। প্রথমেই এমন আবেগময় লেখা নিয়ে এলেন দেখে সত্যিই ভালো লাগলো। লিখুন আপনার মনের মতন করে।
শুভকামনা রইলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ
আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম
চাটিগাঁ থেকে বাহার
সুন্দর ভালোবাসার কবিতা দিয়ে শুরু করে ভালই করেছেন। আমরাও নিশ্চয় ভালোবাসা পাবো!
আপনাকে শুভেচ্ছা সুন্দরতম এই আঙ্গিনায়…
কামরুল ইসলাম
অনেক অনেক ভালবাসা ও শুভ আমনা
কামরুল ইসলাম
কামনা
আকবর হোসেন রবিন
এই কবিতা দিয়ে গানও গাওয়া যাবে। আমি পড়ার সময় গানের মতো সুর তৈরি করে পড়েছি।
আপনার জন্য শুভকামনা রইলো।
কামরুল ইসলাম
কবিতাকে সুর দিলেই তো গান হয়,
গান তো কবিতা থেকে আলাদা নয়।
ধন্যবাদ , অনেক শুভ কামনা
আরজু মুক্তা
আবৃত, পোকা, গোধুলী, বানান গুলো ঠিক করতে হবে।
রোমান্টিক কবিতা ভালো লাগলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ
নিতাই বাবু
ভালোবাসার জয় হোক। জয় হোক মানবতার। জয় হোক আপনার।
ভালোবাসা বেঁচে থাকুক সকলের মাঝে।
কামরুল ইসলাম
ধন্যবাদ
সুরাইয়া পারভিন
আহ! কি মায়াময় আকুতি
শুধু ভালোবাসা পেলে যেনো পৃথিবীর সমস্ত সুখ এনে ফেলবে প্রিয়তমার পদতলে
কামরুল ইসলাম
ধন্যবাদ
অনেক শুভ কামনা