
রক্ত সমুদ্রের আচ্ছাদনে গঠিত মন
তোমার শীতল স্পর্শে
সেখানে জোয়ার আসে –
অস্হির হৃদতটে,
আদ্যোপান্ত ব্যাখা করা কঠিন-
নির্ভীক প্রেম জুগুপ্সা রেখেও
ধরা দেয় শশাঙ্ক মেঘপুঞ্জের লুকোচুরি খেলায়।
ঈশ্বর প্রদত্ত প্রেম বিশৃঙ্খল নর-নারীর
অশ্লীল স্পৃহায়-
বার বার পরাজিত ইচ্ছার স্হলনে!
সে প্রেম চাইনা যা বসন মিত্র,
কিংবা মধুকালের মধুপোকার গুঞ্জনে
আমন্ত্রিত প্রেম ছড়ায় মহিরুহ শাখায়;
মুষ্টিমেয় হোক,
হোক তা অতলস্পর্শী-
ছুৃঁয়ে দিবো প্রেম প্রিয়ংবদা রমনীর বাহুতে।
কল্যানকর যা কিছু অভিন্ন নীতি
এনে দিবে কঙ্কর পরানে,
প্রতারণার দুষ্কর্ম সংস্কার করে-
গঠিত করবো প্রসূন!
ভালবাসার ধ্বজা উড়িয়ে দিবো
তাজমহলের চুড়ায়;
জ্বাজ্জল্যমান বিশ্ববন্দিত
উপাখ্যান রচিত করে-
তবেই আমার মহাপ্রস্থান।
কি সাথে থাকবে তে?
৮টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
সব গুলো শব্দের অর্থ বুঝে পড়তে পারছিনা। ডিকসনারি লাগবে 🙁
দেখি জ্ঞানীজনেরা কি মন্তব্য দেন, তাদের গুলো পড়ে বুঝে আবার আসবো কমেন্ট করতে 🙂
শুভ কামনা 🌹🌹
নুরহোসেন
অসংখ্য ধন্যবাদ,
ভাল থাকু।
সুপর্ণা ফাল্গুনী
শব্দার্থ দিলে ভালো হতো। “নির্ভীক প্রেম জুগুপ্সা রেখেও
ধরা দেয় শশাঙ্ক মেঘপুঞ্জের লুকোচুরি খেলায়।”অসাধারণ শব্দ চয়ন। প্রতিটি লাইন চমৎকার লিখেছেন। ভালোবাসার সংস্কার কাজে দিলেই ভালো
সুপায়ন বড়ুয়া
ভালই তো হলো
রোমান্টিক কাব্যকথন।
শুভ কামনা।
ফয়জুল মহী
লেখা বেশ ,মন ছুঁয়ে গেল লেখা।
আলমগীর সরকার লিটন
বেশ রোমান্টিক প্রকাশ কবি দা
অনেক শুভ কামনা রইল———–
জিসান শা ইকরাম
নিয়মিত পাচ্ছিনা আপনাকে,
নিয়মিত লেখুন।
কবিতা ভালো হয়েছে।
হালিম নজরুল
ছুৃঁয়ে দিবো প্রেম প্রিয়ংবদা রমনীর বাহুতে।