ভারসিটিতে ঢুকেই দেখি
জোড়ায় জোড়ায় কপোত-কপোতি,
নিচ্ছে তারা প্রতিদিনই
কাছে থাকার সরব শ্বপথ’ ই।

দেখে শুধু বললাম আমি
বাহ্ কি Romantic,
হতে যদি পারতাম আমি
তাদের মত Idealistic|

ভেবে নিজেকে অন্ধ
কানটাও করে বন্ধ
গেলাম চলে ক্লাস রুম,
সবাই দেখি মেরে আছে গুম।
বললাম দোস্ত ঘটনা কি
ভালবাসার আগুনে ম্যাম মেরেছেন ঘি।

আজ আমাদের দিতে হবে ক্লাস টেস্ট
বললাম আমি বেশ বেশ
না দিলে মোরা করবো কেমনে Shine,,
দোস্তরা সব বলল মোরে
আরে ব্যাটা, আজতো Valentine।

 

রম্য কাব্য সংকলনঃ ২০০৩, মাসিক উন্মাদ।

৫৪৬জন ৫৪৬জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ