ভারসিটিতে ঢুকেই দেখি
জোড়ায় জোড়ায় কপোত-কপোতি,
নিচ্ছে তারা প্রতিদিনই
কাছে থাকার সরব শ্বপথ’ ই।
দেখে শুধু বললাম আমি
বাহ্ কি Romantic,
হতে যদি পারতাম আমি
তাদের মত Idealistic|
ভেবে নিজেকে অন্ধ
কানটাও করে বন্ধ
গেলাম চলে ক্লাস রুম,
সবাই দেখি মেরে আছে গুম।
বললাম দোস্ত ঘটনা কি
ভালবাসার আগুনে ম্যাম মেরেছেন ঘি।
আজ আমাদের দিতে হবে ক্লাস টেস্ট
বললাম আমি বেশ বেশ
না দিলে মোরা করবো কেমনে Shine,,
দোস্তরা সব বলল মোরে
আরে ব্যাটা, আজতো Valentine।
রম্য কাব্য সংকলনঃ ২০০৩, মাসিক উন্মাদ।
১০টি মন্তব্য
রাতুল
ভ্যলান্টাইন এর গুল্লি মারো
এইটা কোন দিবস হল ??
যে উৎসবে নাই সার্বিক আনন্দ ??
সেটা আবার কিসের উৎসব হল ???
:p
আফ্রি আয়েশা
রাতুল , আঙ্গুর ফল টক 😀
সীমান্ত উন্মাদ
টক কিন্তু প্রেশারের জন্য ভালো।
সীমান্ত উন্মাদ
যন্ত্রনা সারা গায়ে
ধুর ছাই পাড়া গাঁয়ে
ছাইদানি জমা এশট্রে। হা হা
ভাই আপনার অছন্দের ববিতা ভালা হইচে।
ছাইরাছ হেলাল
পুরোন হলেও পড়তে ভালই লাগে ।
সীমান্ত উন্মাদ
সেইটাই ভাইজান। পুরুন চালের মত পুরুনো ভালোবাসাও বাড়তে থাকে আরকি?
শুন্য শুন্যালয়
একদিন ক্লাস টেস্ট না হলেই তো মজা্…
সারা বছরের শুভেচ্ছা, ভালো থাকুন…
সীমান্ত উন্মাদ
আমার জন্য সব সময়ই মজা। কারন যেটুকু পড়ালেখা করছি তাও আইজ থেইকা আরো ৫বছর আগেই শেষ।
আফ্রি আয়েশা
পুরনো লেখা হলেও এর আবেদন রয়ে গেছে… 🙂
ঠিক না ?
সীমান্ত উন্মাদ
যেকোন আবেদনই বেদনা ছাড়া কিছু দেয় না! ঠিক না? 🙂