
বল না ছোটু আসবি কি তুই
চাই নাকি তোর লাল জামা?
পাঞ্জাবী প্যান্ট গেঞ্জি দিবো
শুধায় ডেকে চাঁদ মামা!
আড় চোখে কয় ভাবুক ছোটু
খুব তো করো কারসাজি,
বাগ কি উঠে তোমার দেশে
ফুলে ফলে রোজ সাজি?
বউ কথা কও হিজল শাখে
শালিক পেলেই দেয় দোলা?
ডাক দিয়ে রয় কুঞ্জবনে
ঘাপটি মেরে হরবোলা?
হাঁস মুরগী ছাগ খুব সকালে
দৌড়ে পালায় ঘর ছাড়ি?
বই কি আছে পদ্য ছড়ার
খোকন খোকন ডাক পাড়ি?
বাকুম বাকুম ডাক দিয়ে কি
পায়রা করে পাঁয়তারা?
ঘাস ফড়িং কি বিকেল হলেই
বাচ্চাদের দেয় আশকারা?
আম লিচু ঝাউ কাঁঠাল গাছে
গান কি গো গায় টুনটুনি?
তাল গাছে কি গল্পে মাতে
বাবুই পাখি বাস বুনি?
বলবে জানি ’নেই এ দেশের
গাত্রে এমন রূপ অশেষ!’
কও তো তবে ছাড়তে কে চায়
যার আছে এই বাংলাদেশ?
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১০টি মন্তব্য
হালিমা আক্তার
এতো সুন্দর দেশ ছেড়ে কোথাও কি থাকা যায়। প্রত্যেকের কাছে তার মা মাটি দেশ সবচেয়ে প্রিয় আপনজন। অনেক গুলো পাখির নাম পড়া হলো। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
নার্গিস রশিদ
ছন্দে ছন্দে সুন্দর প্রকাশ , শুভ কামনা।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
ফয়জুল মহী
ছন্দের তালে তালে অনিন্দ্য সুন্দর কথামালায় সুনির্মল উপস্থাপন
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
আলমগীর সরকার লিটন
বাহ খুব সুন্দর ছড়া
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল সতত কবি দা।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু
এমন দেশটি কেথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সেযে আমার জন্মভূমি ❤️❤️
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।